আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়্যার এর প্রথম পাতাটিকে কি আমরা যৌবনজ্বালা, যৌবনযাত্রা, এডাল্ট ও অশ্লীল বিতর্ক থেকে মুক্ত রেখে সুস্থ মানসিকতার পরিচয় দিতে পারিনা(!!!!!!!)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

আমি ব্যক্তিগতভাবে ক্যাচালে বিশ্বাসী নই। ক্যাচাল- একটা সমৃদ্ধ জাতি মানে আমাদের বাংগালী জাতিকে কি ভাবে আজকের এক হীন জাতিতে , এক তৃতীয় বিশ্ব নামক আস্তাকুড়ে পর্যবসিত করেছে তা আমরা আমাদের অতীত দীর্ঘ ইতিহাস দেখলেই বুঝব। ক্যাচল প্রিয় এই জাতি তার ইতিহাসে কেবল সত্যিকার অর্থে অধিকাংশ মিলে এক অতি প্রয়োজনে একবার একত্রিত হতে পেরেছিল বলেই হার্মাদ হানাদার কুত্তাদের সাথে মুক্তির যুদ্ধে নামতে পেরেছিল এবং দেয়ালে পিঠ ঠেকেছিল বলেই সেটা পেরেছিল। আমরা ১৯৭১ এর ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসের পর থেকেই আবার ক্যাচল জগতে আমরা নিজেদের নামিয়ে দিয়েছি। এর মূল একটা সূক্ষ্ম কারণ -- আমরা আসলে আমাদের নিজেদের সাথেই সকলে কনফিউজিং।

বেশী কথা বলে ক্যাচাল না বাড়ানোর ইচ্ছে থাকায় মূল কথায় আসি, ব্লগে ইদানীং সংগঠিত ক্যাচলটি ধীরে ধীরে খুবই জঘন্য হয়ে উঠছে বলেই কিছূ একটা বলার ইচ্ছে হলো। যে যার অবস্থান ইতিমধ্যেই ঐ বিষয়ে নিয়েছে। আমি একটু বিপক্ষে বলেই নিজের মনের কথাদুটো আমার এক পূর্ববর্তী পোষ্টে বলেও ছি। কিন্তু ক্যাচল কখনও কোন ভাল জিনিস আনয়ন করতেই পারেনা। দৃশ্যত মনে হচ্ছে আমরা অনেকে বরং সামহয়্যার সাইট টির প্রথম পাতাটিকে যৌবনজ্বালা , যৌবনযাত্রা , এডাল্ট কন্টেন্ট এর উপজীব্যতা , প্রয়োজনীয়তা, সেক্স এর গুষ্ঠিউধ্ধার ....এইসব এর একটা জমপেষ ট্যাবলয়েট এ পরিণত করেই যাচ্ছি।

সামহয়্যারএর প্রথম পাতা টি কি আমরা একটা সুন্দর সাইট হিসেবে সাবলীল বলিষ্ঠ , প্রতিভাত লেখার বেড়াজালে উচ্চকিত করে রাখতে সচেষ্ট হতে পারিনা। আমরা যারা একটু সচেতনতার ছাপ গায়ে নিয়ে ঘুরতে চাই , তারাই যদি এভাবে ক্যাচল এ পর্যবসিত হতে থাকি.... এ দেশে যুদ্ধাপরাধীদের শাস্তি তো কোনদিনই হবে না ...বরং নতুন নতুন আরও অপরাধে অপরাধী হতেই থাকব আমরা প্রতিনিয়ত। বিষয়টি সুবুদ্ধির উদয় ঘটাক ব্লগারদের মনে প্রাণে এই কামনা করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.