আমাদের কথা খুঁজে নিন

   

.........বাঙ্গালীরে হে বঙ্গ জননী...রেখেছো বাঙ্গালী করে..........



গত ২২ মাসে ম্যালা কিছু হলো এ দ্যাশে। ধরপাকড়, ক্রসফায়ার,-রাত-গভীর রাতে গ্রেপ্তারনাটক,মামলা...কতো কিছু..। রাতের অন্ধকারে আটক হওয়া রাজনীতিকদের মুখোশের নিচের চেহারা দৃশ্যমান হলো দিনের আলোয়। পত্রপত্রিকা জুরে চললো তাদের গুষ্ঠি উদ্ধারের পালা। মনে হলো দেশে বিদেশে কোনঠাসা হয়ে পড়লো এবার এই সোনার সন্তানরা।

আমজনতা থেকে ক্যাতা মহল...সবখানে ঢি ঢি পড়ে গেলো। পথে ঘাটে, চায়ের দোকানে, লোকাল বাসে,সবখানে......খেটে খাওয়া মানুষগুলোর বাৎচিতের জ্বালায়ও কানপাতা দায়! যেনো হাতের কাছে পেলে এক্ষনি কানমলে দেবে সোনার সন্তান রাজনীতিকদের। যেনো আর কখনোই এসব প্রতারক রাজনীতিকদের হাতে নিজের সরল বিশ্বাসটুকু তুলে দেবেনা তারা, যেনো আর কখনোই তাদের পাওয়া যাবেনা কুৎসিত রাজনীতির চক্রে। কিন্তু একসময় সবকিছুই পাল্টে যেতে লাগলো। ঋতু পরিবর্তনের মতো হাওয়া বদল হতে থাকলো দেশের রাজনীতিতে।

আগের চেহারায় ফিরতে শুরু করেছে দেশ। গত ক'দিন হলো কানপাতা দায়। ধানের শীষ, নৌকা, ..ইত্যাদি নানান মার্কায় মিছিলে এতো লোক, এতো শ্লোগান, এতো উচ্ছাস....দেখে আনন্দ হবার কথা ছিলো আসলে! কারন জরুরী অস্থার দীর্ঘ নাগপাশ থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের পথে হাটছে বাংলাদেশ! কিন্তু সত্যি বলতে, এটা দেখে আনন্দিত হতে পারছিনা কেনো যানি! আমার বাসার গেইট থেকে আমি নিচে নামতে পারছিনা! এতো মানুষ সেখানে দাড়িয়ে উচ্ছাস প্রকাশে ব্যস্ত,মনে হলো এসব দিনমজুরদের গত একবছরে কোনো কাজ ছিলোনা, এখন কাজ জুটেছে। মনে হলো, অকর্মন্যরাও গত দুবছরে কাজের দিকে ফিরেছিলো অন্তত: পেটের দায়ে,সেই মহামূর্খর দল আবারো পা বাড়িয়েছে মূর্খতায় ডুবে যাওয়ার মহামিছিলে। নির্লজ্জ আরামে বসে খাওয়ার ধান্দায়! কোনো উৎপাদনশীল খাত নয়, শুধু মিছিল মিটিংয়ে গলাফাটিয়ে, আর ইটপাটকেল নিয়ে যত্রতত্র দৌড়াদৌড়ি করে রুটিরুজির ব্যবস্থা হয়ে গেলো আবারো!!! ধীক এই স্বদেশীদের।

ধীক এই চেতনা। হতাশ হলাম এটা ভেবে যে, হয়তো স্বাধীনতার সুফল, মুক্তিযুদ্ধের চেতনা বিফলে যাবে এসব মানুষের জন্যেই। কারন এরাই যে আসলে সংখ্যাগরিষ্ঠ। এসব মহামূর্খদের স্বাধীনতার ৩ যুগ পর, এখনো সত্যিকার মুক্তি আসেনি চিন্তায়, চেতনায়, শিক্ষায়...মানসিকতায়। এরা কেবলই অন্ধকারে দিশাহারা হয়ে পড়ছে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.