আমাদের কথা খুঁজে নিন

   

আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

দেশের বাইরে থেকে প্রথম টাকা পেয়েছিলাম। গুগলের ১০০ ডলারের একটা চেক এরপরে ডিরেক্টরী থেকে ভাল একটা এমাউন্ট প্রতি মাসে আয় হতো কিন্তু সেটা দেশে আনতে খবর হয়ে যেতো । বাংলাদেশ থেকে সরাসরি পেপ‌্যাল এর একাউন্ট না থাকায় ঝামেলায় পড়তে হতো অনেক বেশি। পরে একটি দুই নম্বরী একাউন্ট করে আপাতত চালাচ্ছি । হঠাৎ মনে হলো কিছুদিন ফ্রীল্যিন্স কাজ করি।

যেই ভাবা সেই কাজ। বিড করে একটি ছোট কাজও পেয়ে গেলাম। কাজ শেষে পেমেন্টও পেলাম। এখন ডলার আনবো কিভাবে? পরে দেখি তাদের মাস্টারকার্ড রয়েছে (Payoneer). এপ্লাই করেছিলাম ঈদের আগে। আজকে হাতে পেলাম মাস্টারকার্ডটি।

সব চেয়ে বড় শান্তির কথা হলো আমার অফিসের নীচেই ডাচের বুথ আছে যেখানে আমি এই কার্ড দিয়ে টাকা তুলতে পারবো


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.