আমাদের কথা খুঁজে নিন

   

..এ আবেশ টুকু যদি অম্লান হতো

জ্ািননা

আবার দুজনে পথ হাটি একসাথে.. ছন্দ মিলিয়ে হাতে হাত রেখে ... মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের আনাগোনা ফের আর একবার..... বসন্তের আগেই বুঝি বসন্ত এল.. জল মুছে কাজল চড়েছে চোখে.. মলিন মুখে স্বর্গীয় হাসি ঝরে ..... অবাধ্য কেশ হুটোপুটি খায় চওড়া কাঁধে এসে... যেখানে সব আবেগেরা এসে মিশে. . এমন মুহুর্তটা যদি জন্ম জনমান্তর হতো.. এ আবেশ টুকু যদি অম্লান হতো .. .তবে বেশ হতো..


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।