আমাদের কথা খুঁজে নিন

   

এদেশে রাজাকারদের প্রতিষ্ঠিত হওয়ার পেছনের কিছু সত্য মিথ্যা কথা

FROM MIRPUR DHAKA

রাজাকারদের ক্ষমা প্রসঙ্গে অনেকেই বঙ্গবন্ধুকে দায়ী করে - ঐ সারে তিন বছরের ইতিহাস আমরা জানি - একটু চোখ বন্ধ করে ভিজ্যুয়ালাইজ করেন - মুক্তিযুদ্ধ করেছে অধিকাংশ টগবগে তরুন - যাদের গায়ে ছিল গরম রক্ত আর কাঁধে অবাধ্য হাতিয়ার - শত্রু নিধনের বারুদের গন্ধের আবেস - বাড়ি ফিরে স্বজনহারানোর আবেগ - প্রতিশোধ স্পৃহা থেকে বহু রাজাকার নিধন আর উন্মত্ততা - জ্বালাও পোড়াও -বিদ্ধস্ত - ধ্বংশ - অভাব - আর শুধু নাই নাই চার পাশে - হতাশা - বেকারত্ব - তারপর আবার সদ্য স্বাধীন সরকারের কাছে শুধু চাই চাই চাই - কিন্তু শুন্য কোষাগার - সভ্য জাতি হিসেবে স্বীকৃতি সকল বন্ধু রাষ্ট্রর সাথে - কাদের সিদ্দিকীদের মতো যোদ্ধারা সহযোদ্ধাদের হারানোর শোকে রাজাকার নিধন শুরু করে দেয় (আইন হাতে নিয়ে - যা তখন সারা বিশ্বে প্রচার হচ্ছিলো এবং সভ্য রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে যাছিল অন্তরায়) বলে ছিল আর এক সপ্তাহ দেরিতে আসলে দেশ রাজাকার মুক্ত হয়ে যেত - মহানুভব মুজিব বললো না - এখন আমরা স্বাধীন - যার যা প্রাপ্য - তাদের বিচার আইনের মাধ্যমেই হবে - আবেগ দিয়ে নয় - যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যেমন খুন হত্যা নারী নির্যাতন জ্বালাও পোড়াও শত্রুদের সহাযতা ইত্যাদী প্রত্যক্ষ ভাবে জরিত নয় তাদের কে ক্ষমা করে দিয়েছিল আর বাকীদের বিচার শুরু হয় (বেশির ভাগই পলাতক ও পালিয়ে ভারতে আর পাকিস্তানে পারি দিয়েছিল) যা নিয়ে তখন কথা উঠেনি কোথাও বিরোধীদের থেকে - সারা বিশ্ব একপ্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়িয়েছেন স্বীকৃতির আদায়ের জন্য - একটি শিক্ষিত দক্ষ জনশক্তির প্রয়োজনে - আর সে জন্যই আমার বাবার মতো যারা ঐখানে আটকে ছিল (পাকিস্তানের দাপ্তরিক বানিজ্যিক সকল কেন্দ্রই ছিল পশ্চিম পাকিস্তানে এবং এদেশের কাঁচামালে ও সম্পদে ঐদেশ সমৃদ্ধ হতো) তাদের আনার জন্য কুটনৈতিক কর্ম জোরদার করে - ধ্বংশপ্রাপ্ত দেশকে পূণর্গঠিনের লক্ষ্যে - এখন আসি প্রশ্ন গুলোর কখন কিভাবে প্রতিষ্ঠিত হলো সেই সময় কাল সম্পর্কে - যখন তাকে হত্যা করা হলো - আর্মিতে লোভি অফিসারদের ক্ষমতার মসনদ দখলের রির্হাসল - তারপর বসে বৈধ্যতার প্রশ্নে মিথ্যা অপবাদ জুড়ে দেওয়ার লক্ষ্যে - বঙ্গব্নধুর পরিবারকে কুলুষিত করার লক্ষ্যে ব্যাংক ডাকাতির কাহিনী হাজির করা (সে রাতে গত মন্ত্রিসভার এক সদস্যাও ছিল শেখ কামালের বন্ধু) - বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্যদের অস্ত্র ভয়ে মন্ত্রি বানিয়ে আর নীরিহ সিপাহীদের ঢাল বানিয়ে সিপাহী জনতার আন্দোলন কাহিনী উপস্থাপন করা - সামরিক আইন জারি করে ভুয়া নির্বাচন - সে গুলোর বৈধ্যতার জন্য টাকা দিয়ে নেতা ও বিভিন্ন সেক্টরে কিছু দালাল চাটুকার কেনা - বিরোধীদের নিষিদ্ধ করা - রাজাকারদের পুণঃপ্রতিষ্ঠা করা জন্য পাকিস্তান থেকে গোলাম আজম গং দের ডেকে এনে সংগঠন করার অনুমতি এবং দলভারি করার নিজ দলে নিয়োগ(নিজে সেক্টর কমান্ডার হওয়া সত্যেও) - খুনিদের পুরোস্কৃত করা - কেন্টনমেন্টে মুক্তিযোদ্ধা অফিসার নিধন - বিশ্ববিদ্যালয় গুলোতে অস্ত্রধারী গ্রুপ তৈরী করা - ইসলামকে সংবিধানে ঢেকে এনে বাঙ্গালী জাতীয়তাবাদকে আর স্বাধীনতার মূল মন্ত্র ধর্মনিরপেক্ষতাকে বিসর্জণ - মানে ভোলাভালা ধর্মপ্রান মানুষের আবেগকে পুঁজি করে এভাবেই একটি প্রশ্ন দাড় করিয়ে দেয় যে বঙ্গবন্ধুই যেখানে ক্ষমা করেছে সেখানে আমরা জোট করতে দোষ কি? তাই তো জোটের একজন রাজাকার তার শরিক প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে মঞ্চে দাড়িয়ে একজন বীরপ্রতিকের হাত ধরে বলে একে ভোট দাও - তা না হলে - মোনাফেক আওয়ামীলীগ দেশকে ভারতের কাছে বিক্রি করবে - ঈমান নষ্ট করবে কিন্তু এক এক করে সকল কুকর্ম ইতিহাসে ফাঁস হয়ে যাচ্ছে - কিভাবে ধর্মব্যবসায়ীর দল জোব্বা টুপি পড়ে স্বৈরাচারীরদল এদেশে প্রপাগান্ডার আশ্রয় নিয়ে আমাদের পেছনের দিকে নিয়ে চলেছে - যার অনেকাংশে সমাজতান্ত্রীক অতি বিপ্লবীরাও দায়ী এবং প্রতিষ্ঠিত করেছে রাজাকারদের - যাদের ক্ষমা করেনি বঙ্গবন্ধু - তাই আমরা জানি - সবাই জানে - যে আজ জানে না সেও একদিন জানবে - সত্য আগুনের মতই - চাপা রাখা কঠিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.