আমাদের কথা খুঁজে নিন

   

= অভিমান

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

কোলাহল মুখর দিনে টুকরো টুকরো নিঝুম, পাথর হাঁপিয়ে উঠলো মাংসের কঠিন চাপে; আমি শুধু ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে পাচ্ছি। আমার চক্ষু বলে মহাভীড় হৃদয় বলে শূন্য কর্ণ কহে নিথর; আমি চিৎকার করে বলি- কথা বলতে চাই! কথা বলতে চাই!! ওগো বৃক্ষ! পল্লব ঝিরঝিরে তানে ডাকো তটিনী ছলাৎ ছলাৎ ডাকো। ওগো পাখালী! কণ্ঠে কাকলী ঢালো ওগো ফুল দুলে উঠো। ওগো শূন্য-মহাশূন্য! ঠা-ঠা- রবে কাঁপিয়ে দাও ফাটিয়ে দাও আমার অব্যক্ত অন্তর বেরিয়ে আসুক জগৎ বিধ্বংসী 'কথা'! হয়ত আমি জগতের মত নই অথবা জগৎ আমার মত নয়; তাই আমাদের এই নিত্য অভিমান। ২ মার্চ ২০০১, রয়েল কমিশন, ইয়ানবো, সউদী আরব। ছবি কৃতজ্ঞতা: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।