আমাদের কথা খুঁজে নিন

   

সকল ব্লগারের পক্ষ থেকে আবেদন নামাঃ- ভাল পোষ্টের জন্য পারিশ্রমিক দেওয়া হোক

সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই । ভাসতে চাই অনাবিল সুখে । সামুতে দেড় লাখেরও বেশি নিবন্ধিত ব্লগার রয়েছে । তাদের অনেকেই প্রতিদিন ভালো ভালো পোষ্ট দেয় । কিন্ত কি পায় ? শুধু লাইক আর কমেন্টেই শেষ ।

খুব বেশি হলে অপরাবাস্তব এর মত কোন সংকলনে তাদের লেখার স্থান হয় । এর বেশি নয় । যারা সামুতে ব্লগিং করে তাদের কারো কারো ব্যাবসা আছে,চাকরী আছে,লেখাপড়া আছে । সব ছেড়ে তারা একটা সময় বের করে নেয় ব্লগের জন্য । এখন প্রশ্ন হল যদি এই সময়টা যদি ব্লগাররা ফ্রিল্যান্সিং কোন সাইটে দিত তবে কি কিছু টাকা ইনকাম করতে পারত না ?আরো একটা বিষয় হল তারা হাবপেজ ব্লগেও ব্লগিং করতে পারত এবং কিছু হাত খরচ পেতে পারত ।

কিন্ত তা না করে তারা সামুতে সময় দিচ্ছে এবং প্রতিদিন ভালো ভালো পোষ্ট দিচ্ছে কেউ কেউ । মডারেশন/অ্যাডমিনদের কাছে আজকে আমি ছোট্র একটা দাবী রাখব । আমার বিশ্বাস আমার সাথে সাথে সকল ব্লগাররাও রাখবে । সেটা হল ভাল লেখা পোষ্টের জন্য পারিশ্রমিক দেওয়া । যেভাবে পারিশ্রমিক দেওয়া হবে * পোষ্ট ৫০০ বার হিটের জন্য ১০০ টাকা এবং ১০০০ হিটের জন্য ৩০০ টাকা দেওয়া হোক ।

*প্রমিত বাংলায় লেখা ব্লগারকে পারিশ্রমিকের ব্যাপারে এগিয়ে রাখা হোক । *বিকাশের মাধ্যমে বা ব্যাংক চেকের মাধ্য ব্লগারকে টাকা দেওয়া যেতে পারে । ব্লগ যেভাবে টাকাটা ম্যানেজ করবে পারিশ্রমিক এর টাকা ব্লগ কয়েকভাবে ম্যানেজ করতে পারেঃ- *নিক খুলতে গেলে ৫০০ টাকা রাখা । তাহলে মাল্টি নিকের বাম্পার ফলনও কমে আসবে এবং ব্লগ - ব্লগারদের দেয়া পারিশ্রমিকের টাকাটা ম্যানেজ করতে পারবে । *নামী-দামী ব্লগারদের ব্লগে আলাদাভাবে অ্যাড দিয়ে ।

যেমন ফিউশন ফাইভ, নাফিস ইফতেখার এদের ব্লগে আলাদাভাবে অ্যাড দিলে ব্লগ কিছু টাকা ইনকাম করতে পারবে । আরো অনেকে ভাবে ব্লগ পারিশ্রমিকের টাকাটা জোগাড় করে ফেলতে পারবে আশা করি । আরো আশা করছি আমার দাবীটি সব ব্লগারদের মনমত হয়েছে । এবং মডারেশন/অ্যাডমিনদের কাছেও দাবীটি গ্রহনযোগ্য হবে । (মডারেশন/অ্যাডমিনদের কাছে দাবীটি অযৌক্তিক মনে হলে “ব্যান খাইলেও খাইতারি ’ ।

) না হয় ব্যান খেলাম । তাতে কিছু যায় আসে না । ব্লগারদের উন্নয়নের জন্য নিজের নিক খানা কোরবানি করলেও শান্তি । সব ব্লগারদের পক্ষ থেকে আমার আবেদন খানা গৃহীত হোক । সবাই বলুন ‘আমিন ’ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.