আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ থেকে শাহবাগ: শাহবাগ থেকে সারা দেশ

যুদ্ধাপরাধের বিচার দাবীতে দীর্ঘদিন ধরে সরব বাংলা ব্লগগুলি। অনলাইনে বিচার দাবী করতে গিয়ে ব্লগাররা প্রায়শই ছাগু ব্লগারদের রোষানলে পড়েছেন, হয়েছে যুক্তিতর্কের লড়াই। এক পর্যায়ে যুদ্ধাপরাধের বিচার ইস্যুটি রীতিমত যুদ্ধে রুপ নেয়। আর মুক্তমনা ব্লগারদের সেই প্রচেষ্টা ব্লগ ও ফেসবুকের মাধ্যমে হয়েছে আর ও বিস্তৃত। অনলাইনের সেই যুদ্ধ এখন মর্তের মাটিতে।

গত মঙ্গল বার থেকে ব্লগারদের আহবানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে জড়ো হতে থাকে ব্লগার রা। তাদের সাথে একাত্নতা প্রকাশ করে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেয়দাবীর মিছিলে। ধীরে ধীরে শাহবাগ হয়ে ওঠে এ সময়ের রেসকোর্স। শাহবাগের আন্দোলনের সাথে একাত্নতা ঘোষনা করে সারা দেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন কর্মসূচী শুরু হয়েছে । ব্লগের সেই আন্দোলন, সেই যুদ্ধ আজ আর অনলাইনে সীমাবদ্ধ নেই।

অনলাইনের সেই যুদ্ধ আজ প্রতিটি দেশপ্রেমিক মানুষের যুদ্ধ। তাই শুধু অনলাইনেই নয়; সারা দেশে আজ শ্লোগান উঠেছে; "যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, রাজাকার মুক্ত দেশ চাই"। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.