আমাদের কথা খুঁজে নিন

   

জরুরী অবস্থা জারি করল রিকশায় রাজাদা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

-রাজাদা , আইজক্যার খবর হুনলাম , জরুরী অবস্থা উইঠ্যা গ্যাছে? -জরুরী অবস্থা উইঠা গেছে তো কি করমু , ঢ্যাং ঢ্যাং কইরা নাচমু। -না রাজাদা, কইতাছিলাম কি, আবার মাইরেন না কইলাম - না ক, কি কবি ক? - কইতাছিলাম , আপনে আমার কাছে জানি কয় টাকা পাইতেন না , ঐ যে ১০০০ টাকা ,মনে আছে না - আরে চান্দু টাকা পামু আমি, আমার মনে থাকব না তো কি তোর মনে থাকব, দিবি , দে অত ভনিতা করা লাগবোনা - না , মানে ...জরুরী অবস্থায় নেয়া ধার কি এখন জরুরী অবস্থা বিহীন সময়ে দেয়া লাগবো...আবার যখন জরুরী অবস্থা ... - নাম , রিকশা থেইক্যা নাম... - না , এই তো আইসা পড়ছি যাত্রাবাড়ী...মোড়েই নামি - ঐ হালা থামা ... বলেই রাজাদা পাড়ার ছোট ভাইটারে ধাক্কা দিয়াই নামাই দিল। রাজাদার দিল দরিয়া , মুখে হাম্বি তম্বি , তয় এলাকার সবার জন্যে অন্তপ্রাণ। বিশেষ করে ছোট ভাইদের জন্য । নামিয়েই দিছিল....আবার ডাক দিয়ে উঠিয়ে নিল ।

- ওঠ , আমি জলপাই পোষাক পড়িনাই , অকারণ রাগে তোরে এত গুলান পথ হাঁটায় কষ্ট দিয়া কি হৈব। টাকা যখন পারিস দিস। হঠাৎ রিকশা ওয়ালা বলে উঠল ` ভাই জান জরুরী অবস্থা কি ?, ওইডায় গরম লাগে না ঠান্ডা। ' রাজাদা আর চান্দু টাসকি খাইল কিঞ্চিৎ , কিন্তু সত্যিই কিন উত্তর দিবো বুঝলনা। তিরপর হঠাৎ কমিউনিটি সেন্টারটার দিকে চোখ গেলো।

ওখানে কদিন আগে আর্মি ক্যাম্প ছিল। - ঐ দেখ ঐ যে দেখতাছস না আগে ঐ হানে সেনাক্যাম্প আছিল ...ঐ জরুরী অবস্থা ছিল দেইখ্যা ওরা ব্যারাক ছাইড়া বাইর হইছিলো। এখন জরুরী অবস্থা নাই , ওরা উইঠা গেছে। রিকশা ওয়ালা তৎক্ষণাৎ জবাব দিলো, ` ওহ! তাইলে জরুরী অবস্থা মানে সামরিক ব্যবস্থা?' মনে মনে রাজাদা বিরক্ত হলো , কেনো বুঝলনা নিজেই, বলল - চান্দু রিকশাওয়ালাডারে একটা চটকানা দে , দিয়া ক ' এত আস্তে চালাইতাছে কেন চান্দু রিকশা ওয়ালার পিঠে মোটামুটি একটা চড় দিয়েই বসল, রাজাদার ওয়ার্ডার বলে কথা রাজাদা সাথে সাথে বলে উঠল, - এই রিকশায় এখন আমি রাজাদা জরুরী অবস্থা জারী করলাম, তাই তোর পিঠে এই চড় আমার সৈন্য বাহিনীর হাত দিয়া বুঝছস, এইবার। '



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.