আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার কামরুজ্জামানের হিসাব নিকাশ!

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

কামরুজ্জামান চাকুরী করে জামাতে সাপ্তাহিক সোনার বাংলায় - বেতন ২১০০০ টাকা মাসে। বাড়ী ভাড়া পায় মাসে ২০০০০ এতে আসে ৪.৯২ লাখ অন্যান্য উৎস থেকে আসে = ৪ লাখ (উৎস জানা নাই) বার্ষিক সর্বোমোট আয় - ৮.৯৭ লাখ বার্ষিক সর্বমোট ব্যয় - ৮.২৫ লাখ ( বার্ষিক সঞ্চয় ৯৭ হাজার) গাড়ীর দাম - ৩৭.৬৮ লক্ষ টাকা (২টি) (এই দামে গাড়ী কেনার জন্যে তার দরকার ৫২ বছর একই আয় ব্যয়ের মধ্যে থেকে সঞ্চয় করা) গাড়ীর বছরে রক্ষাবেক্ষন খরচ - ৪ লক্ষ টাকা (ঢাকা মেট্রো - ১১-৪২৩০ - ২.৫ লাখ আর ঢাকা মেট্রো ঘ ১১-৮৬৩৮ - ২.০ লাখ) সৎ লোকের গাড়ী বটে! নির্বাচনের খরচ - সর্বমোট - ১৪ লক্ষ নিজের তহবিল - ১.৫ লক্ষ জামাতের দান - ১.৫ লক্ষ বাকীটা আত্নীয় স্বজন দেবে। পেশায় একজন সাংবাদিক, যে পত্রিকার পাঠক নেই - তার সম্পাদকের এই অবস্থা। বাংলাদেশে আসলেই আগাইছে.... ইসলামী শাসন কায়েমে আগেই এরা সৌদী রাজা বাদশার জীবন অনুসরন করছে বলে মনে হচ্ছে। বিস্তারিত দেখুন http://123.49.39.5/pdfs/89/890001430175N.pdf

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.