আমাদের কথা খুঁজে নিন

   

এত দিন যে বসেছিলেম, পথ চেয়ে আর কাল গুনে

আমার এই পথ চাওয়াতেই আনন্দ
এত দিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে।। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, এ কিগো বিস্ময়! অবাক আমি তরূণ গলার গান শুনে, দেখা পেলেম ফাল্গুনে।। গন্ধে উদাস হাওয়ার মত উড়ে তোমার উত্তরি, কর্ণে তোমার কৃষ্ণচুড়ার মঞ্জরি।। তরূণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রাত, অস্ত্র তোমার গোপন রাখ কোন তুনে? দেখা পেলেম ফাল্গুনে। ~রবীন্দ্রনাথ ঠাকুর~ এতো দিন যে বসেছিলেম ~ শাহানা বাজপেয়ী
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।