আমাদের কথা খুঁজে নিন

   

জুতোটা ছড়িয়ে পড়ুক, সবখানে.......

বিমূর্ত এই রাত্রি আমার...

৩৭ বছরেও আমাদের ৩৭ ঠিক হলো না। গা বাচাতে বাচাতে আমাদের সবার গায়ে পচন ধরে গেছে। গাড়ি, বাড়ি, প্লেজার ট্রিপ অথবা যেকোন ক্ষমতার আয়েশী গদিতে আসীন হওয়া... কে বলে বিজয় অর্জন হয়নি? আরে ভাই ব্যক্তিক বিজয়ই তো সব। বাকী সব চুলোয় যাক। চেতনা টেতনা- এসব আবার কী? বুশের প্রতি ছোড়া জুতো দু’টো কি ভাসতে ভাসতে বাংলাদেশেও আসেনি? সেই জুতো দুটো আরও বেশি ঘেন্না আর ক্ষোভ নিয়ে আঘাত করুক সকল দেশবিরোধীর মুখে, বিভেদের মুখে, লোভের মুখে, নিস্পৃহতার মুখে, আর আমাদের ক্রমাগত নপুংসক হয়ে যাওয়ার মুখে। ৭১-এর শহীদ এবং জীবিতদের বলছি- আমাদেরকে আপনারা ক্ষমা করুন। আমরা মনে হয় এখন ‘ব্যাটন’টা উত্তর প্রজন্মের হাতে গছিয়ে দেয়ার অপেক্ষায় আছি, অথবা মওকা খুজছি। আপাতত ‘তাদের’ স্মরণে একটু মুতে আসি {অপভাষার জন্য সম্মানিত ব্লগারদের ক্ষমা চাই}। সকল শুভ’র বিজয় হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।