আমাদের কথা খুঁজে নিন

   

বিডি নিউজ : বিষয়টি ইচ্ছাকৃত না হলেই ভাল

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

রাজনৈতিক ইতরামির নতুন অধ্যায়টি দেখছিলাম। ব্লগে একজন পোস্ট দিলেন, মহাজোট ভেঙ্গে গেছে। এরশাদ নাকি সেখান থেকে বের হয়ে এসেছেন। সেটা তিনি আসতেই পারেন। ক্রিকেটার আফতাব যেমন সব বলেই চার-ছয় মারতে যায় আর আউট হয়, এরশাদও সব প্লেটেই খেতে চায়, এবং শেষমেষ গোত্তা ছাড়া আর কিছুই খেতে পারে না।

আমার ধারনা ছিল এরশাদের সঙ্গে আওয়ামী লীগের "ঝামেলা" লাগবে ইলেকশনের পরে। যদি মহাজোট ক্ষমতায় যায় তবে সে ঝামেলা শুরু হবে হালুয়া রুটি ভাগ-বাটোয়ারার সময়। এতো আগে শেখ হাসিনার সঙ্গে তার গ্যাঞ্জাম লাগবে, তেমন ধারণা ছিল না। যারা নিয়মিত নেটে বিচরণ করতে পারেন, গত এক-দুই বছরে তাদের জন্য নতুন একটি সংবাদ সোর্স হয়েছে, সেটি হচ্ছে বিডি নিউজ। পুরো নাম বিডিনিউজ২৪ ডট কম।

পুরো পেশাদারী মনোভাব নিয়ে পরিচালিত একটি সংবাদ সংস্থা। এর প্রধান ব্যাক্তি দীর্ঘদিন বিবিসিতে কাজ করেছেন বলে শুনেছি। এও শুনেছি যে, তিনি তার অতীত পেশাদারী অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন এ প্রতিষ্ঠানে। ফলে, যে কোনো সময় যে কোনো গুজব কানে আসলেই আমি আগে সেটি যাচাই করে নেই বিডি নিউজের সাইটে গিয়ে। আমার ধারণা অনেকেই সেটা করেন।

কাজেই আমিও আজ সেখানে ঢু মারলাম। নিউজে লাল হেডলাইন দিয়ে লেখা মহাজোট ছেড়ে গেলেন ক্ষুব্ধ এরশাদ। এর পরই নিউজের প্রথম প্যারা এরকম- ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ। এখানটায় এসে একটু হোঁচট খেলাম। যতদূর মনে পড়ে বিডি নিউজের সাম্প্রতিক কোনো খবরে এরশাদের নামের আগে "সাবেক সামরিক শাসক" কথাটি পাইনি।

খোঁজ নিলাম এখন বিডি নিউজের সাইটে এরশাদ বিষয়ক যে নিউজগুলো আছে সেগুলোতে। আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি: এরশাদ শীর্ষক খবরে কখনো তাকে জাতীয় পার্টির চেয়ারম্যান আবার কখনো শুধু নামটি ব্যবহার করা হয়েছে। অপর নিউজ সুধা সদনে এরশাদ -এর ব্যপারেও দেখি একই ঘটনা। কেবল মহাজোট ছেড়ে যাবার পর দেখা যাচ্ছে তার নামের আগে জেনারেল এবং সাবেক সামরিক শাসক বিশেষণ দুটি বসেছে। আমার জানতে ইচ্ছে হচ্ছে, এটি কি বিডিনিউজ ইচ্ছা করেই করেছে, ইংরেজিতে যাকে বলে ইনটেনশনাল, নাকি যিনি নিউজ ডেস্কের চার্জে আজ ছিলেন তিনি বসিয়ে দিয়েছেন? ঘটনা যাই হোক না কেন, এটি বিডি নিউজের পক্ষপাত নিয়ে প্রশ্ন ওঠাবে বলে আমার মনে হয়।

বিএনপি বা জামাতীরা বলতে পারে, মহাজোট ছেড়ে গেলেই এরশাদ সামরিক শাসক হয়ে যান। যে কারণেই এটা হোক না কেন, আমার মনে হয় বিডি নিউজের উচিৎ হবে একটু বেশি সতর্ক হওয়া। একটি প্রতিষ্ঠানের সুনাম তৈরিতে অনেক কষ্ট করতে হয়, সেটি নিশ্চই বিডি নিউজের কর্তাব্যক্তিরা জানেন। কিন্তু সে সুনামটি নষ্ট করে ফেলা খুবই সহজ, এক দুইবার বিশেষ যে কোনো পক্ষের প্রতি নমনীয় ভাব দেখালেই হয়, বাকী কাজটি করে দেবে আপনার প্রতিপক্ষ। আমি চাই না বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার যে নতুন ধারা বিডি নিউজ তৈরি করেছে, সেটি এমন "সিলি মিসটেকের" কারণে প্রশ্নের মুখোমুখি হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।