আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ নিয়ে নজরুলের কয়েকটি কবিতা

আওরঙ্গজেব

-.১.- চাহি নাকো দুম্বা উট, কতটুকু দান? ও দান ঝুট। চাই কোরবানি, চাই না দান। রাখিতে ইজ্জত ইসলামের শির চাই তোর, তোর ছেলের, দেবে কি? কে আছ মুসলমান? -.২.- মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। কসাই-এর আবার কোরবানি! আমাদের নয়, তাদের ঈদ, বীর-সূত যারা হলো শহীদ, অমর যাদের বীরবাণী। -.৩.- ওরে কৃপণ, দিসনে ফাঁকি আল্লাহে তোর পাশের ঘরে গরীব কাঙাল কাঁদছে যে, তুই তারে ফেলে ঈদগাহে যাস সঙ সেজে, তাই চাঁদ উঠলো এল না ঈদ নাই হিম্মত নাই উম্মিদ শোন কেঁদে কেঁদে বেহেশত হতে হজরত আজ কী চাহে [ঈদজ্জোহা] -.৪.- ঈদ মোবারক, ঈদ মোবারক। দোস্ত দুশমন পর ও আপন সবার মহল আজি হউক রওনক যে আছ দূরে যে আছ কাছে সবারে আজ মোর সালাম পৌঁছে সবারে জানাই এ দিল্‌ আশক। -.৫.জাকাত দে জাকাত, দে জাকাত, তোরা দেরে জাকাত। তোর দীল্‌ খুলবে পরে, ওরে আগে খুলুক হাত দেখ্‌ পাক কোরান, শোন্‌ নবীজীর ফরমান ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান তোর একার তরে দেন্‌নি খোদা দৌলতের খেলাত তোর দরদালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম, আছে দৌলতে তোর তাদেরও ভাগ­ বলেছেন রহিম, বলেছেন রহমানুর রহিম, বলেছেন রসূলে করিম, সঞ্চয় তোর সফল হবে, পাবিরে নাজাত ... এই জাকাতের বদলাতে পাবি বেহেশ্‌তি সওগাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।