আমাদের কথা খুঁজে নিন

   

“মন” দ্রুত ভাল হওয়ার সবচাইতে সহজ উপায় (পরীক্ষিত)

যা ভাবি যতটুকু বুঝি অথবা আমার ভাবনাগুলি

মন ভাল তো থাকেই হবে। কারণ মন হল আমার মনিব আর আমি তার গোলাম। মন ভাল না থাকলে সমস্ত আমি খারাপ থাকি। তাই “মনখারাপ” কিভাবে ভাল করতে হয় তার একটি পদ্ধতি আবিষ্কার করেছি। একটি ঘটনা বলি তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হবে।

একদিন আমার মন খুব খারাপ। তখন আমার এক বন্ধুকে বললাম আমার মন খারাপের কথা। সে আমাকে সান্ত্বনা দিয়ে নানা ভাবে আমার মন ভাল করার চেষ্টা করল। কিন্তু তাঁতে তেমন কোন ফল হল না। তখন আমি একটি কাজ করলাম।

তা হল, আমি একজনের সমন্ধে বদনাম শুরু করলাম, তার খারাপ দিকগুলো নিয়ে বন্ধুর সাথে সমালোচনা-আলোচনা করলাম, আমার বন্ধুও আমার কাছেও অনেক কথা বলল, অর্থাত সেও অনেক বদনাম করল। আমরা খুবই মজা পাচ্ছিলাম। এই বদনাম অচলাবস্থায় দেখলাম আমার মন ভাল হতে লাগল। শুধু তাই নয় আমার মনে হল যে আমরা দুজন আরো দুজনের কাছে চলে গেলাম। ভুলে গেলাম কষ্টের কথা হাসি মুখে ফিরলাম ঘরে।

হা-হা---


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।