আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের প্রেক্ষাপটে কোরবানীর অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব -- আমিনূল মোহায়মেন

আহসান মোহাম্মদ

ঈদুল আজহা বা কোরবানীর ঈদ শুধু যে ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ, তাই নয়, বরং এর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক গুরুত্বও রয়েছে। কোরবানীর পশুর যে বিশাল বাজার ঈদ উপলক্ষ্যে তৈরী হয়, তাকে পরিকল্পিতভাবে ব্যবহার করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব। বাংলাদেশে প্রতিবছর ৩৫ লক্ষ গরু এবং ১.৫ কোটি ছাগল খাওয়া হয় যার ৪০ শতাংশ হয় কোরবানীর ঈদের সময়। টাকার অংকে যা দাড়ায় সাড়ে চার হাজার কোটি টাকার মত। অর্থাৎ ঈদুল আজহায় বাংলাদেশে সাড়ে চার হাজার টাকার গরু-ছাগলের বেচা-কেনা হয়।

গবাদি পশুর চামড়া ও চামড়াজাত দ্রব্য রপ্তানী থেকে বাংলাদেশ ২০০৪-০৫ অর্থবছরে আয় করেছিল ২২০ মিলিয়ন ডলার বা দেড় হাজার কোটি টাকা। তৈরী পোষাক এবং চিংড়ি মাছের পরেই রপ্তানী আয়ে এই খাতের স্থান। এখোনো কোরবানীর পশুর ৪০ শতাংশ ভারত থেকে আমদানী করা হয়। বেকার যুবকদের গরু মোটাতাজাকরণ, ছাগল পালন ইত্যাদিতে প্রশিক্ষণ, আত্ম কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ, সহজ শর্তে ঋণপ্রদান - ইত্যাদি কিছু উদ্যোগ নেয়া হলে এই পরিমাণ পশু আমাদের দেশেই উৎপাদন করা সম্ভব। সে ক্ষেত্রে দেড় হাজার কোটি টাকা দেশে থেকে যাবে এবং এই অর্থ পাবে আমাদের দেশের বেকার যুবকেরা।

এর মাধ্যমে দেড় লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হতে পারে। এই বিপুল পরিমাণ কর্মসংস্থানের ইতিবাচক প্রভাব অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরও পড়বে। কোরবানীর ঈদকে ঘিরে বাংলাদেশের রাজনীতিও জমে ওঠে। রাজনৈতিক নেতারা তাদের এলাকায় অনেকগুলো করে কোরবানী দেন। প্রতিদ্বন্দ্বী নেতাদের মধ্যে এ নিয়ে প্রতিযোগিতাও চলে।

তবে রাজনীতির ক্ষেত্রে কোরবানীর প্রভাবের একটি ব্যতিক্রমী উপলব্ধি হয়েছিল কয়েকমাস আগে। বর্তমান সরকারের একটি অন্যতম অঘোষিত লক্ষ্য ছিল সাবেক দুই প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠানো, যা মাইনাস টু থিওরী নামে প্রসিদ্ধি পায় । একজন নেত্রীকে সহজেই দেশের বাইরে পাঠানো গেলেও আরেকজন বেঁকে বসেন, যার পরিণতিতে ক্ষমতাশীনদের পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। সেই সময় পত্র-পত্রিকায় খবর বেরিয়েছিল যে, শেষোক্ত নেত্রীকে নির্বাসনে যেতে রাজী করানোর জন্য তাঁর দুই কারারুদ্ধ পুত্রকে অনেকটা জিম্মি ব্যবহারের চেষ্টা করা হয়েছিল। সে সময় একজন কলাম লেখক বলেছিলেন, উক্ত নেত্রীর উচিৎ পুত্রদের প্রতি ভালোবাসার উপর জনগণের প্রতি তাঁর দায়িত্বকে অগ্রাধিকার দেয়া।

মহৎ কোন উদ্দেশ্যে প্রিয় সন্তানকে কোরবানীর প্রয়োজন যে এখনও হতে পারে, এই ঘটনা তার একটি প্রমাণ। উৎসঃ http://www.sonarbangladesh.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.