আমাদের কথা খুঁজে নিন

   

এইসব দিন রাত্রী

পেশা সাংবাদিকতা। একুশে টেলিভিশন, ঢাকা।

- চলুন ঘুরে আসি। + আর কত পৃথিবীটা গোল প্রতিদিন ঘুরছি। -কি বলছেন, মন খারাপ +মোটেই না, মন ভাল বলেই তো সব সঠিক বলতে পারছি, নাহলে তো বলতাম পৃথিবীটা কলার মতো।

-আরে ভাই, রাখেন তো এই সদরঘাট যাব এক কাপ চা খেয়ে.. +এক কাপ চা পান করতে সেই সদরঘাট মানে ৫কিলোমিটার রাস্তা জ্যামসহ আড়াই ঘন্টায় পাড়ি দেব। এতটাই কী মন খারাপ আপনার। -একি আপনি এবার আমার মন খারাপ বলছেন। +তাই তো, নাহলে জ্যাম ঠেলে... চা.. সদরঘাট -ঠিক আছে চলুন রমনা পার্কে একটু বসি। +বসার কী জো আছে।

সব বেঞ্চ দখল করেছে ঘর হারা মানুষ। ওরা ঠিক কাজ করেছে। ঘর নাই তো কী করবে। ওদের উচিৎ রাস্তা দখল করা, সংসদ দখল করলে আরো ভাল হয়। মসজিদ মন্দিরও দখল করতে পারে।

-বুঝেছি আপনি বিরক্ত নয়তো বিশেষ কিছু নিয়ে ভাবছেন। +মোটেই না। এসব বলতে ভাবতে হয় না, যারা বিশেষভাবে ভাবে তাদের স্বার্থ আছে। আমার স্বার্থ নেই সব সময় ভাবি। কিছু না করতে পেরে নিজে নিজে কষ্ট পাই।

-আপনার মতো সবার এমন হলে... +কিছুই হতো না। শুধু শুধু.... -ঠিক আছে আপনি থাকুন আমি বরং একাই ঘুরে আসি। +ভাল থাকবেন। -আপনিও


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।