আমাদের কথা খুঁজে নিন

   

বিসর্জিত প্রতিমা

আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি

বিসর্জন দাও বার বার প্রতিমা সাজিয়ে কতগুলি বিবেকহীন চোখ দেখে আমায় তিলে তিলে গড়েছ কি তবে বিসর্জনের অপেক্ষায়? পরম মমতায়, একরাশ স্নেহ আর ভালবাসার আদরে জড়িয়ে । বিসর্জন দাও বার বার প্রতিমা সাজিয়ে ওরা দেখে শরীর থেকে শুরু করে মুখ, ত্বক, চুল, হাত, পা, হাতের আঙ্গুল, আমার চোখ ওরা দেখে আমায় কতই না ভাবে ঘুরিয়ে, ফিরিয়ে আর হাটিয়ে। বিসর্জন দাও বার বার প্রতিমা সাজিয়ে ওরা দেখে আমি কতটা গৃহকর্মে সুনিপুণা জানতে চায় আমার জ্ঞান, বুদ্ধি, ধর্মীয় ভাবনা পারবোকি খাওয়াতে পিঠা, পায়েস বা আমের আচার বানিয়ে। বিসর্জন দাও বার বার প্রতিমা সাজিয়ে ওরা জানতে চায় বাবার কয়টা বাড়ি মেয়ের সাথে যাবে কি ঊপটৌকন, টিভি, ফ্রিজ, গাড়ি ? সর্ব গুণে গুণান্বিতার বিসর্জন হবে বাবার জমানো শেষ সম্বলটুকু নিয়ে। বিসর্জন দাও বার বার প্রতিমা সাজিয়ে ভাঙ্গ এ রীতিনীতি, নিয়ম, আমি নই পণ্য আমার আমিকে মেরে সুখ কেনা যায়না আমাদের জন্য কন্ঠ রোধ করোনা আমার স্নেহ আর বিবেকহীন সমাজের দোহাই দিয়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।