আমাদের কথা খুঁজে নিন

   

মংগা ও বেকারত্ব দূরীকরনে তথ্য



"মংগা ও বেকারত্ব দূরীকরনে তথ্য" শ্লোগান কে সামনে রেখে পল্লীতথ্য কেন্দ্র, পল্লীবধূ কল্যাণ সংস্থা, গাইবান্ধা গত ৩০ নভেম্বর ২০০৮ ইং তারিখে এক তথ্য মেলার আয়োজন করে। তথ্যমেলাটি মানুষের জন্য ফাউন্ডেশন ও ডি.নেটের সহায়তায় আয়োজন করা হয়। ৩০ নভেম্বর ২০০৮ সকালে তথ্য মেলার আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুল বায়েছ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাইবান্ধা। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুর রহমান (রাজা) সাবেক উপজেলা চেয়ারম্যান, গাইবান্ধা সদর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডঃ অনন্য রায়হান, নির্বাহী পরিচালক, ডি.নেট বাংলাদেশ।

এছাড়াও অন্যান্য সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ মেলায় উপস্থিত ছিলেন। সকাল ১০ ঘটিকায় তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিসেস মনোয়ারা তালুকদার, নির্বাহী পরিচালক, পল্লীবধূ কল্যাণ সংস্থা। তিনি তার বক্তব্যে বলেন, তথ্যই মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে, তথ্য দিয়ে মানুষ মঙ্গা ও বেকারত্ব দূর করতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে ডি.নেট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ডঃ অনন্য রায়হান মানুষের জীবনে তথ্যের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন এবং বলেন স্থানীয় ও জাতিয় তথ্যের সমন্বয় সাধন করতে পারলেই উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহন সহজ হয়। প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শেষে তথ্য মেলার উদ্ভোধন ঘোষনা করেন।

উক্ত তথ্য মেলার দিন ব্যাপী স্বাস্থ্য, কৃষি, শিক্ষা আইন ও মানবাধিকার বিষয়ে চারটি সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। বিশেষজ্ঞগণ সেবাগ্রহীতাদের সেবা প্রদান করেন এবং প্রায় ৩০০ জন সেবাগ্রহীতাকে বিভিন্ন সেবা প্রদাণ করা হয়। দুপুর ২ টায় অনুষ্ঠিত হয় বিশেয় বিতর্ক প্রতিযোগিতা, যার বিষয় ছিল "মঙ্গা ও বেকারত্ব নিরসনে স্থানীয় তথ্যই যথেষ্ট"। বিতর্ক প্রতিযোগীতায় প্রস্তাবনার পক্ষে অংশগ্রহন করেন রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ও বিপক্ষে অংশগ্রহন করেন কাশীনাথ উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্ররা। বিতর্ক প্রতিযোগিতার সভাপতির দায়ীত্ব পালন করেন মিসেস মনোয়ারা তালুকদার, নির্বাহী পরিচালক, পল্লীবধূ কল্যাণ সংস্থা, বিচারকের দায়ীত্ব পালন করেন ডঃ অনন্য রায়হান, নির্বাহী পরিচালক, ডি.নেট, জনাব মোঃ খায়রুজ্জামান, সহকারী পরিচালক, ডি.নেট ও এ্যাডঃ খন্দকার রেজাউল করিম।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতা শেষে উভয় দলকে পুরস্কৃত করা হয়৷ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক "জানার মাঝে অজানা"৷ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক শেষে সন্ধ্যা ৭ টায় মেলার সমাপ্তি ঘোষনা করা হয়। মেলার কিছু ছবিঃ তথ্যমেলায় বিশেষ অতিথীর বক্তব্য রাখছেন ডঃ অনন্য রায়হান, নির্বাহী পরিচালক, ডি.নেট তথ্যমেলায় প্রধান অতিথীর বক্তব্য রাখছেন জনাব আবুল বায়েছ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা মেলার উদ্বোধন করছেন প্রধান অতিথী মেলার বিভিন্ন সেবা ক্যাম্প ঘুরে দেখছেন অতিথীবৃন্দ সেবাগ্রহীতাদের দীর্ঘ্য সারি সেবা প্রদাণে ব্যস্ত বিশেষজ্ঞ বিতর্ক প্রতিযোগীতার একটি দৃশ্য নাটক এর একটি দৃশ্য ক্যামেরাঃ দূর্ভাষী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.