আমাদের কথা খুঁজে নিন

   

স্বাদের বলাকা

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না।

রাষ্ট্র কোথায়? কোথায় খালেদা হাসিনা এরশাদ নিজামী শূয়োরের বাচ্চা গুলো আবার মাতছে ময়লা খাবারে হামলা করতে । এদিকে বলাকা ভাঙছে, ফকরুদ্দিন তোমারও তো সময় শেষ, তুমিও কিছু করতে পারলে না । আমরা সাধারণ চিরদিন ই পেছনে পড়ে থাকব আমাদের চোখের চাহনিতে শুধু আকাঁই তাকবে ফ্যাল ফ্যাল দৃষ্টি । মোল্লা জাগছেই । যেদিন বদ্ধ ঘরে প্রেমিকাকে চুমো দিব সেখানেও ওরা লুঙ্গি উঠিয়ে চিৎকার করবে , ধর্ম শেষ । তবে কতদিন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।