আমাদের কথা খুঁজে নিন

   

জাহান্নামবাসী প্রকৌশলী



প্রকৌশলী গন মাইন্ডাইয়েন না। এইখান একখান নির্ভেজাল কৈতক এক ইঞ্জিনিয়ার মৃত্যুর পরে জান্নাতের দরজায় গেলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়া হল। এবার তিনা গেলেন জাহান্নামের দরজায়। তাঁকে ভেতরে ঢুকতে দেয়া হল কারণ এখানে তাঁর আসন নির্ধারিত ছিল। জাহান্নামে কিছুদিন থাকার পর এখানকার অবস্থা দেখে তিনি অতিশয় অতিষ্ঠ হয়ে গেলেন।

কি করা যায়! এবার তিনি তাঁর অর্জিত বিদ্যা খাটিয়ে নানা সুবিধা উপকরণ বানাতে শুরু করলেন; যেমন এসি, ফ্লাশিং ঠয়লেট, এস্কেলেটর ইত্যাদি। জাহান্নাম যেন মিনি জান্নাতে পরিনত হল। সব জাহান্নামবাসী মহা খুশি। তিনি রীতিমত 'জাহান্নামী হিরো' তে পরিনত হলেন। কিছুদিন পর শ্রষ্ঠা শয়তানকে ফোন করে জাহান্নামের হাল জানতে চাইলেন।

শয়তান মহা আনন্দে সব বর্ননা করতে লাগল বিস্তারিত। শ্রষ্ঠা সব শুনে মহা খাপ্পা!! বললেন, " ঐ ব্যাটা ইঞ্জিনিয়ার কে আমার কাছে পাঠাও। " কিন্তু শয়তান তাতে রাজী নয়। শ্রষ্ঠা আবারও বললেন, " তাকে পাঠাও, জাহান্নামের আইন ভঙ্গের অভিযোগে আমি তার বিরুদ্ধে মামলা করব। " এবার শয়তান আকর্ণ বিস্তৃত হাসি দিয়ে বলল, " মামলা তো করবেন, কিস্তু স্বর্গে উকিল পাবেন কোথায়? কারন..............."


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.