আমাদের কথা খুঁজে নিন

   

এইডস রোগী কে ঘৃনা নয় এইডস কে ঘৃনা করুন



বর্তমান সময়ে এইডস এর ভয়াবহতা বাড়িয়ে বলার প্রয়োজন পরে না। তারপরও দিনে দিনে বেড়ে চলছে এইডস রোগীর সংখ্যা। যদিও এটি কোন ছোয়াচে রোগ নয় তারপরও আমাদের দেশে এইডস রোগীকে নিয়ে রয়েছে অনেক কলঙ্ক। আমাদের ভুলে গেলে চলবে না। একজন রোগী কে যদি ভালোমত সেবা করা যায় অথবা তাকে মানসিকভাবে আনন্দ দেয়া যায় তবে সে রোগ নিয়ে বেশ কিছুদিন সুস্থ্য থাকতে পারে এবং আরোগ্য লাভ করতে পারে।

জেনে নেই কি ভাবে এইডস ছড়ায় না। ১। এইডস রোগীর সাথে একই বাসনে ভাত খেলে। ২। একই গ্লাসে পানি খেলে ৩।

তার হাত ধরলে ৪। তার সাথে একসাথে ঘুমালে ৫। একই বাথরুম ব্যবহার করলে কিভাবে একজন এইডস রোগী থেকে এইডস ছড়াতে পারে ১। তার সাথে দৈহিক মিলন করলে ২। চুম্বন করলে এইডস ছড়াতে পারে ৩।

তার রক্ত গ্রহন করলে ৪। এইডস রোগীর কোন ক্ষত স্থান থেকে আপনার ক্ষত স্থান ছোয়া লাগলে ৫। এইডস রোগীর চোখের পানি থেকে এইডস হতে পারে। আসুন আমরা এইডস রোগ কে ঘৃনা করি। এইডস রোগীকে নয়।

খন্দকার এনামুল হক এনজিওকর্মী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.