আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক বন্ধুর চিঠির উত্তরে

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

বন্ধু তোমার কথা- গুলি আমার জীবনের একেবারে কাছাকাছি গেছে, তবু কেন মনে হয় আমারও কিছু বলার আছে কর্মস্থলে সাইকেলে যাই,মানে যেখান থেকে এখনই ফিরলাম যেখানে আমাকে নিত্যদিন যেতে দেখে বন্ধুরা ভাবছে,অমন কাজ কেমন করে জোটালাম সরকারী কাজে চুক্তিবদ্ধ দায়-দায়িত্ব,যেখান থেকে কিনা স্থায়ী হবার অশেষ সম্ভাবনা, যা কিনা আমাকে প্রতিটি কর্মদিবসে ছুটিয়ে নিয়ে যায় প্রজাপতির পাখনার মতো স্বপ্নিল -হাওয়ায় দু-দশ মিনিট দেরী হলে কেউ-কেউ বলে আজ একটু ওভার-টাইম হয়ে গেল কেন যে তা হয় কাকে বোঝায় বল? সাইকেলে টিফিন-ক্যারিয়ার থাকে না অবশ্য,মাইনে না দিলেও খাওয়া-দাওয়ার বিভিন্ন-রকম আয়োজন থাকে প্রতিদিন-ই প্রায়, ভরা পেটে সে-সব কি খাওয়া যায় নিয়মমাফিক নিতে হয়,প্রথামাফিক খেতে হয়,উচ্ছিষ্ট সার আমার অবশ্য সপ্তাহান্ত বলে কিছু নেই ব্যবসায় জড়িত থাকার সুবাদে সবদিন-ই কাজ মজার কথা এই আমার সব কাজই কম্পিউটারে,নেড়েঘেঁটে হদ্দ করি,মাউসের ভাঁজ। অবসর-বিনোদন সেও কম্পিউটারে,তোমাদের সাথে মেয়েদের তাই ওদের মা-ই দেখায় কখনও-সখনও আমার কাছে পাঠায় ব্লগিং একটু বন্ধ থাকে কি এসে যায় তাতে? তেল মেখে রোদ তাপানো হয় না কতদিন তবু সব-মিলিয়ে ভালই আছি সময়ের কাছে আছে কিছু ঋণ নৌকা ভিড়ছে পাড়ের কাছাকাছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।