আমাদের কথা খুঁজে নিন

   

মিলেমিশে

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

মিলেমিশে সৈ য় দ আ ফ সা র মুগ্ধ হলে চিরকাল ঢেলে দিও ইচ্ছের অধিক কাঙ্খিত চোখে অপূর্ণতা ফিরিয়ে দিতে পারো বুক চেপে জামায়; শার্টের বোতামে চোখ খুলে দেখো কাকতাড়ুয়া দাঁড়ানো পেরেক গাঁথা বুকে মাটি ফেঁড়ে সমাধান করো মানব বৃক্ষের সম্পর্ক কোন মর্মে যতদিন বৃষ্টিপাত হয়নি ততদিন জলতৃষ্ণায় লতা-পাতা ঝরে হৃদপিণ্ডের কাঁটাছেঁড়া দাগ শুকায়নি তবু যন্ত্রণায় থোড়া-থোড়া জমে চোখ তৃপ্ত হলে কুয়ো জলে যাবে না চোখ; ছোঁবে না আদরে যদি কলঙ্ক শুকাতে চাও এসো মিশে যাই দমে দমে ২. ভাবনা শূন্য হলে ব্যথা পাবে; কার সাধ্য তোমাকে ছোঁবে- তুমি কী চাও হৃদয় জাগাতে এসে চক্কর খেলে ঘোরে; ফিরে গেলে রোদের আঁচলে মাইল-মাইল হেঁটে পেয়েছি পদচিহ্ন-- ফের মনভ্রমরা হয়েছে মৌমাছি মৌ সবুজ ঘাসেও শাদাফুল ফোটে, চিরকাল মালা গেঁথেছি বরফের জলে ঘুম নেই চোখে, আলোছায়ার ফাঁকে তা কক্ষনো মেনে নেয়া যায় না জানি নির্লিপ্তচোখে ক্ষমা পাবো না; ভয় শুধু শরম খুলে নিলে যারা ঘুম চুরি করে স্বপ্ন দেখে তাদের আর জাগিও না; করো না ছলনা ক্ষমা যদি করো মানতের সিন্নি দেবো কুমারী প্রলোভনে কলার বাকলে ৩. কান্নারও সুর আছে, জল শুকালে চোখেরও হাহাকার কমে উৎসের খোঁজে বাঁধা পড়বে কে? কে নেবে আঙুলের ঋণ চক্রাকারে ঘুরে দাঁড়িয়েছি জিভের কোণায়; বৃষ্টিকাঙ্খা ধুলায় জমে মনে কি পড়ে না?-- তিলে তিলে নিজস্বতা কেড়ে নিলে সেই দিন নারীর ঠোঁটের গন্ধ মানে ভিন্ন আমেজ, লাজ ঢাকতে চোখে লাগিয়েছি সুর্মা যতবার এগিয়েছো তুমি নতজানু হয়েছি ততবার, কে তবে ছিল দায়হীন রঙিন ঠোঁটে জ্বালাতন বাড়ে- স্মৃতিডালায় ৯ই মার্চ; এবার করো ক্ষমা আল মাহমুদের 'সোনার দিনার নেই' চুম্বন ছাড়া কিছুই পাবে না কোনোদিন ৪. দাঁতের ফাঁকে জমেছে হাসি, দোহাই তোমাকে মুখটি করো না মলিন চোখের পোড়াক্ষত যদি রুমাল বেয়ে উঠে; নামবে তবে কার দোষে সময় চলে যায় দীর্ঘশ্বাস ছুঁয়ে; নতুন স্বপ্ন নিয়ে ভোর আসে প্রতিদিন আঘাত জেগে ওঠে ঋণশোধবুকে, কার অহং ছড়ানো বাতাসে দাঁতে দাঁতে চেপে ধরি আয়ু, তোর দাঁতের তৃপ্তি কামড়ানো নোখে অশ্রুভারে জ্বলে ওঠে বুকের শরম, গ্রহণ রাত্রি পোড়াবে তবে কার পাশে রাত্রি আমাকে দৈন্য করেছে, লজ্জায় মিশে যাবার সুযোগ আছে দু'দুটি বুকে ক্ষমা করো প্রভু... স্বর্ণাভ করো ওহো; হিমগৃহে হাত-পা বাঁধা প্রবাসে ৫. সময়ের কাছে আমিও ঋণী, মুঠোফোনে তোমার যত বিড়ম্বনা সময়ের দায়ভার খুঁজে না কেউ; দিবস-দশকে আমিও নিরুপায় কেউ নেই কাছাকাছি তুমিও ইদানীং রিংটোন-ডিশএন্টিনা ঘৃণা করো না প্লিজ! কষ্ট হলেও জমা রাখো বুকে গোপন প্রণয় ধীরে ধীরে গড়িয়ে পড়ে হৃদপিণ্ডের জ্বালা স্বপ্নজাগা চুম্বন সম্পর্ক ধরে রাখতে পারিনি, হয়ত ভুলভ্রান্তি ছিল তখন ঘর তো চিরকাল পরই হয়, ভাবনা নেই এখন নিজের দখলে একদিন আমিও হারাবো সেদিন তুমিও এসো ভাগ নিতে হলে শ্রদ্ধেয় নিবিড়, পাঠকের ভাললাগাটুকু আপনাকে....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।