আমাদের কথা খুঁজে নিন

   

বাপকা বেটা



পারভেজ রানা পিতা পুত্রের সম্পর্কের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র আবিষ্কার হয়নি। কিন্তু আমি তা আমার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করি। আমার ছেলে রাশা, যার বয়স আজই মাত্র ১৮ মাস হলো এখনো কথা ফোটেনি ভালো করে সে প্রতিদিন সন্ধ্যায় আমার অফিস থেকে ফেরার পথ পানে চেয়ে থাকে। আমি এলে সে আমার কোলে বসে কম্পিউটার চালানো দেখে, এই ব্লগ যখন লিখছি তখনো সে আমার কোলে বসে কম্পিউটার চালানো দেখছে, শিখছে। মাঝে মাঝে সেও দু'একটা 'কী' চাপ দিচ্ছে। সামহোয়ারইনব্লগেনেটে আমার ছবি দেখে খুশি হয়। আমাদের এতসব কাণ্ড দেখে ওর মা যথার্থই বলে, বাপকা বেটা হচ্ছে। আপনাদের কৌতুহল মেটাতে বাপকা বেটার একটা ছবি দিলাম। ওর ছবি দেখে সেও নিশ্চয়ই খুশি হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।