আমাদের কথা খুঁজে নিন

   

রুই কাতলার ব্যবসা বাদ দিয়ে দালালী ব্যবসা শুরু করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন।



সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে দুই শীর্ষ রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুখোমুখি করার কৃতিত্ব নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এ ব্যাপারে তার ভূমিকা বর্ণনা করে উপদেষ্টা এমএ মতিন উচ্ছ্বাস প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "দুই নেত্রী ম্যাডাম শেখ হাসিনা ও ম্যাডাম খালেদা জিয়ার কথা বলার ব্যবস্থা করতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। কারণ জাতি গত দুই বছর তাদের একখানে করা এবং কথা বলার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করেছে। সেই মুহূর্তটি ছিল অত্যন্ত দুর্লভ।

" ইতিমধ্যে টেলিভিশনে অসংখ্যবার প্রচারিত আলোচিত দৃশ্যটির বর্ণনা করতে গিয়ে এমএ মতিন বলেন, "সেনাকুঞ্জের ওই অনুষ্ঠানে আমি সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম শেখ হাসিনার সঙ্গে কথা বলছিলাম। এ সময় দেখি ম্যাডাম খালেদা জিয়াও সেদিক দিয়ে যাচ্ছেন। এ সময় ম্যাডাম হাসিনাকে একটু অপেক্ষা করতে বলি। তাকে অপেক্ষায় রেখে আমি ম্যাডাম খালেদা জিয়ার কাছে যাই। " উপদেষ্টা বলেন, এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সনের কাছে যান এবং বলেন, "ম্যাডাম এইদিক দিয়ে যেতে হবে।

" খালেদা জিয়া উপদেষ্টাকে অনুসরণ করলে তিনি দুই নেত্রীকে মুখোমুখি করে তাদের কথা বলার অনুরোধ করেন। এম এ মতিন বলেন, "তারা দু'জন কথা বলতে শুরু করলে তা উপস্থিত সবার কাছে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা করে। " শেখ হাসিনার মন্তব্য উদ্ধৃত করে উপদেষ্টা আরও বলেন, "এ সময় ম্যাডাম হাসিনা বলেন, 'আমরা কথা বলি না, তাতো নয়। আমরা তো কথা বলি। ' এ সময় আমি তাকে বলি, 'এজন্যই তো ম্যাডাম আমরা আপনাদের একই জায়গায় থাকার ব্যবস্থা করেছিলাম'।

তখন ম্যাডাম হাসিনা বলেন, 'একখানে ছিলাম ঠিকই, তবে মাঝখানে দেয়াল ছিল'। " উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "তখন আমি তাকে বলি, 'ম্যাডাম দেয়াল তো ভাঙা ছিল। সেখানে ছিল কাঁচের দরজা। তাই আপনাদের কথা বলতে কোন সমস্যা হয়নি বলেই আমরা শুনেছি'। তখন ম্যাডাম হাসিনা বলেন, 'কাঁচের দরজায় তো ঝালাই করা ছিল।

তাই আমরা কথা বলতে পারিনি, তবে আমার ওখানে রান্না করার ব্যবস্থা ছিল। সেখানের রান্না আমি টিফিন বাটিতে করে ম্যাডাম খালেদা জিয়ার কাছে পাঠিয়েছি, তিনিও তা খেয়েছেন'। " খালেদা জিয়া ওই খাবার পাওয়ার কথা স্বীকার করেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অথচ ১/১১ পর এই উপদেষ্টা দাম্ভিকতার সাথে বলে ছিলেন তারা চুনো পুটি নিয়ে নয় রুই, কাতলা ধরবেন। নির্বাচন সামনে রেখে এম এ মতিন এখনি দালালি শুরু করেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।