আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ম



এবার দেশে গিয়ে দোকানে গেলাম জামা কিনতে। দেখলাম জিনিসের দাম বাড়লেও কাপড়ের দাম বাড়েনি তেমন। আরো নতুন নতুন দোকানেরও আবির্ভাব। এনিওয়ে আমি গেলাম একটা নতুন খোলা দোকানে ২/৩ টা জামা কিনতে। নিলাম ৩ টা সেট trial দেবার জন্য।

sales girl মেয়েটা আমাকে বলল ২ টার বেশি trial দিতে পারবো না। শুনে বললাম trial দিতে না পারলে বুঝবো কি করে যে কাপড়টা আমাকে ফিট করবে কিনা অথবা মানাবে কিনা। সে বললো এটা তাদের নিয়ম। অবাক হলাম ভেবে যে আমি যখন ZARA, MANGO-র মত দোকানে কাপড় কিনতে যাই তারা কখনো বলেন নাই ২ টার বেশি trial দিতে পারব না। হয়তো বলবে ৩ টার বেশি একসাথে trial দিতে পারবনা।

কি আর করবো ২ টা কাপড় কিনেই বাড়ি ফিরলাম exhausted হয়ে এই ভেবে যে ওদের লস এবং আমাকে নাজেহাল হতে হবে আরো একদিন এই জ্যাম পেরিয়ে কাপড় কিনতে যেতে। ভাবলাম আমরা শুধু জানি এমন নিয়ম করতে যাতে আমাদেরই অসুবিধা হয়। কোন সুবিধা হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।