আমাদের কথা খুঁজে নিন

   

আমন্ত্রণ

সিএসই ডিপার্টমেন্টের একটি প্রকাশনা হিসেবে প্রকাশিত।

আর মাত্র একটি দিন। আগামীকাল, মঙ্গলবার হবে অন্বীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন। সবাইকে আমন্ত্রণ। EME-এর ৫ম তলায় হবে অনুষ্ঠান।

অনুষ্ঠান আর কী?? মোড়ক উন্মোচন করবেন স্যাররা। মোড়ক আর কী উন্মোচিত হবে?? এখানেই তো আগে থেকে সবাই দেখতে পাচ্ছে!!! তা-ও অনুষ্ঠান। সবাই আসবে। যারা অভিমান করেছে তারাও আসবে। যাদের জানানো হয়নি প্রথম কপি আসার পর তারাও এসো।

যারা এসেছিলে তারাও এসো। এ অনুষ্ঠান সবার। যারা cse day- এর অনুষ্ঠানের নেপথ্যে ছিল তাদের, যারা শুধু অনুষ্ঠান দেখেছে cse dept. -এর সেই সব student-দের, যারা অনুষ্ঠান দেখতে পারেনি তাদেরও। দেখা হবে কাল। বেলা ১০ টায়।

কথা রইল। ধন্যবাদ সবাইকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।