আমাদের কথা খুঁজে নিন

   

চক্ষু পানে

আশায় আছি একদিন সবাই সত্যকেই, শুধু সত্যকেই বিশ্বাস করবে

লাল সবুজ আলো দেখছ ঠিক প্রাতে কিংবা সাঝেঁ। না না আমি সমুদ্র তীরের কথা বলছি না পাহাড় চূড়ারও না হেমান্ত মাসে কিংবা গোধূলী লগ্নেও নয় ধান ক্ষেত বা নদী তীরেও নয় শত আয়োজন বা একাকি নয়। সদ্য ঘুম হতে উঠে যাকে আপন ভাবো তার হাতটি ধরে অর্ধখোলা জালালার ধারে তুমি রবে ঠিক পর্দাটা ধরে আর ও, বলি কি করে এই ধর তোমার হাটুর উপর তার দুটি হাত তার'পরে চিবুক। নৈশব্দ বিরাজামান প্রিয়োর চক্ষু পানে হলদেটে আলোর প্রতিচ্ছবি দেখেছো কি কখনো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।