আমাদের কথা খুঁজে নিন

   

উত্থানপর্ব’র উদ্যোগে চবিতে ২ দিনব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও মুক্ত আলোচনা

জীবন একটাই; জীবনের জয় অনিবার্য..

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন উত্থানপর্ব’র উদ্যোগে দুই দিনব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও মুক্ত আলোচনা উৎসব বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। আগামী বুধবার ২৬ ও ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে এ উৎসবে মোট চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। উত্থানপর্ব’র আহ্বায়ক চবি নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদাফ নূর-এ ইসলাম এক বিজ্ঞপ্তিতে উৎসবে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বুধবার সকাল ১০ টায় উৎসবের উদ্ভোধন করবেন বিশিষ্ট শিল্পী, চলচ্চিত্র সমালোচক ও অধ্যাপক ঢালী আল মামুন। দেশের প্রতিশ্রুতিশীল প্রামাণ্যচিত্র পরিচালক, শিল্পী, শিক্ষক ও আলোচক উৎসবে উপস্থিত থাকবেন।

উৎসবের প্রথম দিন বুধবার সকাল ১১টায় প্রদর্শন করা হবে জাঈদ আজিজ পরিচালিত দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে প্রস্তাবিত কয়লা খনি বিরোধী আন্দোলনের উপর নির্মিত ফুলবাড়ীর সাতদিন। বেলা ১টা ১৫ মিনিটে প্রদর্শন করা হবে শাহীন দিল রিয়াজ পরিচালিত জাহাজভাঙ্গা শিল্প শ্রমিকদের জীবনযাত্রা ভিত্তিক প্রামাণ্যচিত্র লোহাখোর। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ। উৎসবের দ্বিতীয় দিন ২৭ নভেম্বর বৃহষ্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রদর্শন করা হবে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পল্লী বিদ্যুতের লোডশেডিং এর বিরুদ্ধে গণ আন্দোলনের প্রামাণ্যচিত্র মন্দ্রিত কানসাট। এটি বাংলাদেশের তিন তরুণ প্রামাণ্যচিত্র পরিচালক আমিনুল আকরাম, বরকত উল¬াহ্ মারুফ ও সাইফুল হক অমি নির্মিত।

বেলা ১টা ১৫ মিনিটে প্রদর্শন করা হবে শাহীন দিল রিয়াজ পরিচালিত প্রামাণ্যচিত্র শিল্প শহর স্বপ্নলোক। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চিত্র সাংবাদিক ও প্রামাণ্যচিত্র পরিচালক সাইফুল হক অমি। প্রদর্শনীর পূর্বে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।