আমাদের কথা খুঁজে নিন

   

মৌঢির ভ্রম সংশোধন: জার্মানির নয়, নরওয়ের

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

সাপ্তাহিক মৌচাকে ঢিলের বিশেষ সংখ্যা (নভেম্বর ২০০৮) 'ভয়' প্রথম পর্বের কভারে অ্যাডভার্ড মুঙ্কের (Edvard Munch) বিখ্যাত পেইন্টিং দি স্ক্রিম (The Scream) ব্যবহৃত হয়েছে। কিন্তু ভেতরে সম্পাদকীয়তে অ্যাডভার্ড মুংখের পরিচয়ে 'জার্মানির বিখ্যাত পেইন্টার' বলা হয়। আসলে তিনি ছিলেন নরওয়ের, জার্মানির নয়। তিনি নরওয়ের মিউনিসিপালটি লটেনের (Løten) অ্যাডাল্‌সব্রুক (Ådalsbruk) গ্রামের একটি খামার বাড়িতে ১৮৬৩ সালের ১২ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৪৩ সালের ২৩ জানুয়ারি নরওয়ের রাজধানী অসলোতে মৃত্যু বরণ করেন।

অ্যাডভার্ড মুংখ দীর্ঘদিন অ্যাংজাইটিতে ভুগেছিলেন। মূলত তিনি 'দি ইউনিয়ন অফ বালিন আর্টিস্টের' আমন্ত্রণে ১৮৯২ সালে জার্মানির রাজধানী বার্লিনে যান। সেখানে তিনি তার জীবনের কর্মময় চারটি বছর কাটান। ১৮৯৩ সালে অ্যাডভার্ড তার সবচেয়ে বিখ্যাত ছবি দি স্ক্রিম (The Scream) এঁকেছিলেন। তিনি এই ছবিটির একাধিক ভার্সন তৈরি করেন।

তার আরেকটি বিখ্যাত পেইন্টিং হচ্ছে ম্যাডোনা (Madonna, ১৮৯৪-৯৫)। দুটো ছবিই ২০০৪ সালের ২২ আগস্ট অসলোর 'মুঙ্ক মিউজিয়াম' থেকে দিনে-দুপুরে চুরি যায়। ২ বছর ৯ দিন অক্লান্ত অনুসন্ধানের পর নরওয়েজিয়ান পুলিশ ২০০৬ সালের ৩১ আগস্ট ঘোষণা করে ছবি দুটি কিছুটা ক্ষতিগ্রস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। দি স্ক্রিমের (১৮৯৩) প্রধান ভার্সনটি ১২ ফ্রেব্রুয়ারি ১৯৯৪ সালে 'দি ন্যাশনাল গ্যালারি অফ নরওয়ে' থেকে চুরি হয়েছিল, যা সে বছরই ৭ মে অক্ষত অবস্থায় পুলিশ খুঁজে পায়। মৌচাকে ঢিলের কভারে এই ছবিটিই ব্যবহৃত হয়।

উল্লেখ্য, ছবিটি চুরি করে মিউজিয়াম কর্তৃপক্ষের জন্য চোররা একটি নোট লিখে রেখেছিল। যাতে লেখা ছিল, 'দূর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য ধন্যবাদ' ! ছবি: দি স্ক্রিম, অ্যাডভার্ড মুঙ্ক, ম্যাডোনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.