আমাদের কথা খুঁজে নিন

   

কি হবে সেসব মানুষের ?

জাগো বাংলাদেশ...... জাগো

[বি:দ্র: একটু ইমোশনাল হয়ে পড়বেন] এই সময়ে আমারা যদি আমাদের দেশের অবস্হার কথা চিন্তা করি .. তখন আমাদের সবার আগে মনে পড়ে আমাদের দেশের দ্রব্যমূল্যের অসীম ভাবে বাড়ার কথা। এই যে দ্রব্য মূল্য বাড়ছে এর ফলে সবচেয়ে কষ্টে আছে নিম্ন স্তরের মানুষজন। এক সময় চালের দাম ছিলো ১৫-২০ টাকা আর এখন সেই চালের দাম ৩৮-৪২ টাকা। ব্যবধান ২২-২৫ টাকা । ভোজ্য তেলের দাম ছিলো ২৫-৩০ টাকা .. আর এখন ৯৫-১০০ টাকা।

কিন্তু যেভাবে এসব জিনিসের দাম বাড়ছে কিন্তু এসকল ৩য় ও মধ্য বিত্ত শ্রেনীর মানুষের আয় বাড়ছে না। তাহলে এসকল মানুষের কি হবে ?? এখন শুধু মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত রাই কষ্টে আছে তা নয়, বর্তমানের বাজার পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে উচ্চবিত্তরাও। অকটেনের দাম ৯০ টাকা , পেট্রোল আর দাম ৮৭ টাকা , ডিজেল আর দাম ৬৭ টাকা!!!! কোনো জিনিসের দাম একবার বেড়ে গেলে সেসব জিনিসের দাম সহজে আর কমে না। আবার অনেক সময় কমে কিন্তু যে পরিমান টাকা কমে,তা নিতান্তই নগন্য। এখন আমরা যদি একটু ঐ সকল খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করি , আমরা দেখতে পাবো তাদের পাবো তাদের প্রতিদিনের হতাশায় ভরা জীবন আর চেপে থাকা কান্না।

তারা কি করবে ?? কারন যে হারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে সেই হারে কিন্তু তাদের আয় বাড়ছে না। তাহলে তাদের কি হবে?? আমরা হয়তো দেখছি না কিন্তু অনেক মধ্যবিত্ত পরিবার আজ পড়েছে বিশাল বিপাকে । যারা ছোটো বেতনের চাকরি করে পরিবারের জন্য আয় করে তারা পড়েছে আজ অকুল পাথারে। নিঃশব্দে ঝরে যাচ্ছে হাজারো পরিবার। কিন্তু আমদের অনেকেরই চোখে এসব জিনিস ধরা পড়ে না!!! তাহলে কি আমাদের দেশে কি কখনো শান্তি আসবে না !!!! এখন যেরকম চলছে এরকম চলতে থাকলে নিঃচিহ্ন হয়ে যাবে একটা গোটা জাতি।

আমার একটা অনুরোধ সকাল পাঠকদের কাছে .. আমরা সবাই আমাদের খোদার নিকট এসকল দুস্থ মানুষের জন্য দোয়া করি। কারন এই মূহুর্তে আমাদের আর তেমন কিছুরই করার নেই..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।