আমাদের কথা খুঁজে নিন

   

একা একাই অতঃপর ফিরতে হয়।

Khan IT Source

- - - - - একা একা ঘুম ভেঙে জেগে উঠি ঘুমের হাত ছিলো সারারাত স্বপ্নে পাশ ফিরি কাত হয়ে ভাবি একা একা একা একা আর এভাবে কত রাত একা। অভাবের পথ হেটে যাওয়া চাওয়া বলা নিজেই নিজের কাছে নিজেকে একা শব্দ গুলোতে পাখির ঝাঁক বাধিয়ে পাওয়া শুকনো ধুলোর ওড়াউড়ি একা একা। ব্যাথায় কাঁকিয়ে ওঠা কথায় বাকিয়ে থাকা অভিমানে খরকূট ছুয়ে থাকা আশ্রয় একাই কবরের পাশে দারিয়ে সমাধির পথ ভাবা তারপরের পরে ঘর হতে বাহিরে একা একা। কারো পাশে শূয়েও একা একা বিপরীত কায় জড়ানো মৈথনতা নখের আচরে নির্লিপ্তের কাঁপন, আপন- বিভরে ফিরে আসি একাই, একা একা। সোফায় পা তুলে বসে, হাতলে কনুইর ভর টিভি স্ক্রিনে দৃষ্টির তীর্যক স্বাদ আহরন, না পড়া বই, হাতেই নড়েচরে একা একা একা একা নিজেকে হরণ বারংবার একা। আমাকে তোমাতে তাহাতে বিলাবো বুলাবো পশমি অবয়ব উপলব্ধি একা একা, এত ভিড় ঘেষে অবশেষে নিজেকে যাচি সময়ের পরাক্রান্ত মুহূর্তে বসে একা একা। নখের আচরে তব অগোচরে দাগ কাটা শরীর যত্নে ভেজানো খোলা অঙ্গে জড়ানো কাপড় অতঃপর নির্লজ্জতা ভুলে খুটিয়ে দেখি মগ্ন পরিসরে একা একা, একা আর কত দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।