আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্যকে দুষছেন ইকবাল

দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ও পাকিস্তানের কাছে হেরে এবং ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শুক্রবার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে কাঠমান্ডুর এভারেস্ট হোটেলে তিনি বলেন, “বাংলাদেশ সাফল্য পেলে দেশের মানুষ নিশ্চয়ই খুশি হতো। কিন্তু ব্যর্থতাকেও মেনে নিতে হবে। আসলে ভাগ্য আমাদের পক্ষে ছিল না বলেই সাফল্য পাইনি। ” জাতীয় দলের সাবেক সদস্য ইকবাল আরো বলেন, “এটা ঠিক যে নেপালের বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি।

কিন্তু ভারতের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহুর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হওয়া দুর্ভাগ্যজনক। তেমনি পাকিস্তানের বিপক্ষে ভালো খেলেও দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি আমরা। ” দলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “একটা দলের প্রস্তুতির জন্য দুই মাস যথেষ্ট সময়। এই সময়ে একটা দলকে শূন্য থেকে ৭০ শতাংশ পর্যন্ত উন্নতি করানো সম্ভব। আমি মনে করি না আমাদের প্রস্তুতি খারাপ ছিল।

” “প্রতিদিন দুই সেশনের অনুশীলনের মাঝখানে বিশ্রামের জন্য যথেষ্ট সময় পেয়েছে খেলোয়াড়রা। তাই কঠোর অনুশীলনের কারণে খেলোয়াড়দের পরিশ্রান্ত থাকার অজুহাতও টিকবে না। ” বাংলাদেশ দলের চোট সমস্যার প্রধান কারণ কঠোর অনুশীলন কি না কিনা এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, “চোট খেলারই অংশ। মূলত ফিটনেসে ঘাটতির কারণে খেলোয়াড়রা চোট আক্রান্ত হয়। ” বাংলাদেশ দলের ব্যবস্থাপক বেশ কিছু সমস্যার কথা জানিয়ে বলেন, “পাসিং ফুটবলে আমাদের কিছুটা উন্নতি হয়েছে।

কিন্তু আক্রমণভাগ ও মাঝমাঠের মধ্যে এখনো সমন্বয়ের ভীষণ অভাব। রক্ষণভাগও তেমন সংগঠিত নয়। তাই আমাদের এতগুলো গোল খেতে হয়েছে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।