আমাদের কথা খুঁজে নিন

   

আয় তোরা -জিসিবর্মন



আয় তোরা সবাই মিলে, পদ্মখোঁচা তুলতে যায় বিলে। ঐ তোরা করিসনা ভয়, ঐ বিলে জোঁক নাই। আয় তোরা সবাই মিলে, পদ্মপাতা তুলতে বিলে। আজ তোমাদের গাঁয়ে, খাবার জোয়ার যাবে বয়ে। আয় তোরা সবাই মিলে, ডুব দিতে ঐ বিলে। সাতাঁর কাটবো মন ভরে, ঝাপ ডিগবাজী দিবো সুরে। আয় তোরা সবাই মিলে, বোয়াতে মাছ ধরতে বিলে। পুটি শাঠী চিংড়ী মিলে ভরবে খলাই, চালা আর কাঁপড় মেলাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।