আমাদের কথা খুঁজে নিন

   

দ্রুপলের একটি মজাদার মডিউল - অ্যাভাটার ব্লকস

স্বাধীনতা তুমি...যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা... www.rupok.net WwW.ArToNaD.CoM
আজ বিকালে বসে বসে দ্রুপলের মডিউলগুলো ঘাটছিলাম। হঠাৎ করে একটা মডিউল দেখে কেমন চেনা চেনা লাগলো। আগেও মডিউলটা দেখেছি কিন্তু তখন ততোটা চোখে পড়েনি। আজ হঠাৎ চোখে পড়ল। এর কারন সামহয়্যারইনব্লগ।

এখানে মডিউলটার বিষয়ে কিছু কথাবার্তা বলি, তারপর আপনাদেরও হয়তো চেনা চেনা লাগবে । আর লাভলুদার তো এই পোষ্টের নাম পড়েই যা বোঝার বুঝে যাবার কথা যাই হোক, মডিউলটার নাম "অ্যাভাটার ব্লকস", এটি প্রধানত দ্রুপল ৫.১২ এর জন্য। এটি দ্রুপালের সোস্যাল সাইটগুলোর জন্য ব্লক কালেকশন প্রোভাইড করে। আর অ্যাভাটারগুলো সাইটের ইউজারদের প্রোফাইল বা পেইজে যাবার জন্য ক্লিকেবল লিংক হিসেবে কাজ করে। এটি দিয়ে তিন ধরনের ব্লক তৈরী করা যায়: ১. কে কে অনলাইনে আছেন ২. নতুন ইউজার ৩. পছন্দের ইউজার # কে কে অনলাইনে আছেন: এই ব্লকটিতে বর্তমানে যেসব ইউজার অনলাইনে আছেন তাদের প্রোফাইল ইমেজ দেখানো যায়, এছাড়াও চাইলে টেক্সট সামারিও জুড়ে দেয়া যায়।

এটি আসলে কোর ইউজার মডিউলের "অনলাইন ইউজার" ব্লকের একটি ভিজ্যুয়াল ভার্সন। # নতুন ইউজার: এই ব্লকটিতে সাইটের নতুন ইউজারদের প্রোফাইল ইমেজ দেখানো যায়। এটিও আসলে কোর ইউজার মডিউলের "নতুন ইউজার" ব্লকের একটি ভিজ্যুয়াল ভার্সন। # পছন্দের ইউজার: আপনার যদি বাডিলিস্ট (http://drupal.org/project/buddylist) ইন্সটল করা থাকে, তাহলে যেকোন লগড-ইন ইউজার তার পছন্দের ইউজারদের প্রোফাইল ইমেজ এই ব্লকে দেখতে পাবেন। এটি আসলে বাডিলিস্ট মডিউলের "আমার বাডিলিস্ট" ব্লকের একটি ভিজ্যুয়াল ভার্সন।

এই মডিউল দিয়ে ইউজারদের অ্যাভাটারগুলোকে একটি নির্দিষ্ট সাইজ ও শেইপে স্কেল করার জন্য ইমেজ ক্যাশ মডিউল (http://drupal.org/project/imagecache) এর সাহায্য নেয়া যেতে পারে। আপনি যদি ইমেজ ক্যাশ মডিউলকে অ্যাভাটার ব্লকসের সাথে ব্যবহার করতে চান, তবে আপনাকে ইমেজ ক্যাশ মডিউলের ভার্সন ২ ব্যবহার করতে হবে যেটি পিএইচপি ৫ এর উপর নির্ভরশীল। কিছু স্ক্রিনশট: অ্যাভাটার ব্লকস ডেমনস্ট্রেশন সাইট থেকে তোলা ছবি: সামহয়্যারইনব্লগ থেকে তোলা ছবি: কোন মিল খুঁজে পান? তো, আর দেরি কেন? নিজের দ্রুপল সাইট থাকলে আজই ব্যবহার করে দেখুন অ্যাভাটার ব্লকস। ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন: Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.