আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকর পুত্র ও একজন রিকশাওয়ালা

পড়,জান,জানাও

আজকের সকালে একটু তাড়াতাড়ী উঠলাম একটা ইন্টারভিউ আছে। এমনিতেই আমি অনেক ইন্টারভিউ দিয়েছি,বলতে পারেন একটা বই লিখতে পারি ইন্টারভিউ এর উপর নাম হবে 'How to Fail in Job Interview'.মাঝে মাঝে আমার মনে হ্য়, যে কোম্পানী গুলোর আমার মেধার তীক্ষ্নতা বোঝার মত ক্ষমতা হয় নাই। তাই আমর চাকরী পেতে দেরী হচ্ছে। এমনিতে সকালে গোসল করার অভ্যাস নাই কিন্তু আজকে গোসল করতে হচ্ছে। যা হোক রেডী হয়ে নাস্তা করে বের হলাম।

যেতে হবে গুলশান। রোদ টাও আজকে পরসে খুব বেশী। বাসে যেতে ইচ্ছে করছেনা। কিন্তু মাসের প্রায় শেষ, পকেটে পয়সাও কম। সি এন জি তে যাবার টাকা হবেনা।

তাই বাসের লাইনেই দাড়িয়ে পড়লাম। কে জানে কখন বাস আসে? সবুর মিয়া আজকে তেমন ক্ষেপ পাচ্ছেনা। গুলশানের এই গলিতে তেমন ভাড়া পাওয়া যায় না। গুলশান ২ নম্বর গোলচত্বরের আগের গলিটাতে বসে আছে ভাড়ার জন্য। সবুর মিয়া রিকশা চালায় দশ বছর হল।

তবে ঢাকায় আছে বেশিদিন না আনুমানিক তিন বছর হলো। এর আগে মানিকগন্জে সদরে চালাত। এমনিতেই তার দিন মাসের তেমন হিসাব রাখেনা। কিন্তু আজকে রাস্তায় পতাকা বিক্রী করা দেখে বুঝল এটা মার্চ মাস আর কয়দিন পরই হয়ত আসবে ২৬শে মার্চ। দাড়িয়ে আছি প্রায় অনেকক্ষন।

লাইনে লোকসমাগম বাড়তে থাকল। অবশেষে বাস আসল। তিন জনের পিছে থাকলেও শেষ পর্যন্ত সবার শেষেই উঠতে হলো। আজকে আর ধাক্কা ধাক্কি করলাম না কাপড় নষ্ট হয়ে গেলে সব শেষ। আজকাল আবার মেধা থেকে স্মর্টনেস এর গুরুত্ব বেশী।

অনেকেই বলে প্রেজেন্টেশন ভাল না থাকলে বলে মেধা থেকে লাভ নেই। আমি তাদের সাথে একমত না, তাহলে তো আইনস্টাইন হতো দুনিয়ার সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ। কিন্তু আমি এখন বাধ্য হয়েছি আমার ধারনা পরিবর্তন করতে কারন দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলাই ভাল না হলে একদিন ডাইনোসারে মতো আমাকেও বিলুপ্ত হতে হবে। ডাইনোসার যেমন বিলুপ্ত হলো নিজেকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে। আরে বেটা কি দরকার ছিল তোর মানুষ খাবার দুনিয়ায় কি তোর খাবারের অভাব।

এই বার ভাল হইলোনা মানুষ ই তোরে খাইয়া ফেললো। আর তা না হলে এখন কি সুন্দর গরু,ছাগলের সাথে একসাথে ঘাস খেতি। এসব ভাবতে ভাবতে বাস প্রায় চলে এসেছে চত্বরের সামনে আস্তে আস্তে গেটের সামনে যাচ্ছি। অবশেষে নামলাম। এখানে একটা বায়িং হাউসে আমার ইন্টারভিউ ।

ঠিকানাটা পকেট থেকে বের করে হাতে রাখলাম যদি কাউ কে জিগ্যেস করতে হয়। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।