আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পির তুলিতে আকাঁ কিছু মুক্তিযুদ্ধের ছবি।



যুদ্ধ ব্যপারটি সবসময় ভয়ঙ্কর।যুদ্ধকে নিয়ে কিংবা যুদ্ধকালীন বিষয়বস্তু নিয়ে সৃষ্টিশীল তথা সৃজনশীল যে কোন ধরনের শিল্পকর্ম নির্মান করা কঠিন, অবাস্তব বললেও অত্যুক্তি হবে বলে মনে হয় না।কেননা যুদ্ধ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে,ঠেলে দেয় অনিশ্চয়তায়।কারন যুদ্ধ ব্যপারটির সাথে ভয়,মৃ্ত্যু,হত্যা,ভয়াবহতা,নৃশংসতা,অমানুষিকতা,অমানবিকতা,অশ্লিলতা ইত্যাদি বহু এন্টি-আর্ট বিষয় আর ঘটনা জড়িত থাকে ওতপ্রোতভাবে। তেমনিভাবে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে যেসব শিল্পিরা ছিল,তারাও উপরিউক্ত ফ্যক্টর দ্বারা প্রভাবিত হয়েছিল,অন্যদিকে অনেকে দেশের বাইরে গিয়ে মুক্তিযুদ্ধে বিভিন্ন ভাবে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। দেশে যারা ছিলেন তারাও ছিল আনিশ্চয়তায়!তাই যুদ্ধ কে ঘিরে শিল্পির তুলির আচঁর খুব বেশি দাগ কাটেনি।তাই মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করে খুব বেশি চিত্রশিল্প আকাঁ হয় নি।তারপরেও অল্প পরিমানে মুক্তিযুদ্ধ নিয়ে শিল্পির তুলিতে আকা কিছু মুক্তিযুদ্ধের ছবি দেয়া হল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।