আমাদের কথা খুঁজে নিন

   

তোর কাছে কি, সুখ চেয়েছি.........?

নিজেকে হারিয়ে খুঁজি

খুব তো বলিস দুঃখ দিবি। তোর কাছে কি সুখ চেয়েছি? কাছে এসে পালিয়ে থাকা, ছায়ায় ভেতর কুয়াশা ঢাকা। একেক প্রহর পার হয়ে যায়, বছর যেন কোন পিছু ধায়। শরত শেষে হেমন্ত কাল- শীতও শুরু- হিমেল সকাল। হাতছানি দেয় বসন্ত ঐ, আমার দুয়ার আসলো সে কই?! কিছু কি তার ছিল নেবার ? ভালবাসা শুধুই দেবার। অন্ধকারে একলা ঘরে মগ্ন স্মৃতির দুঃখ তরে, বসে গাঁথা ব্যথার মালা কষ্ট গুলো যত্নে পালা। আমিও কি এক এমনি পলে ভালবাসা পাবার ছলে, রূঢ় পৃথিবীর বাঁধন টুটে তোরই কাছে আসি ছুটে? থমকে দাড়াক মুহূর্ত সব বুকের ভেতর উঠুক না রব! সুখের দেখা নাইবা পেলাম দুঃখ টুকুই কুড়িয়ে নিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।