আমাদের কথা খুঁজে নিন

   

গরু মাংস কিনার নিউ ফর্মুলা।

দেশ বিরোধী যে কেউ এই ব্লগে ডুকবিনা।

বাজারে মাংস কিনতে গেলে মহা সংকট,কিভাবে বুঝবো কোনটা গরুর মাংস আর কোনটা মহিষের মাংস। ২২০ টাকা কেজি দিয়া মহিষের মাংস কিনতে মনে সায় দেয় না। কাল আমার একবন্ধু মিজান বললো সে নাকি গত শুক্রবার বনশ্রি বাজারে গিয়া কসাইকে অনুনয় বিনয় করে বলতে লাগলো ,"ভাই আমার মহিষের মাংস লাগবে,কোথায় পাই?" কসাইতো প্রথমে এক কথা ,"এই বাজারে কোথাও মহিষের মাংস পাবেন না সব গরুর মাংস। " মিজানও নাছোড় বান্দা আবারো গায়ে হাত দিয়া বলতে লাগলো ,"ভাই আমার ওষুধ খেতে হবে মহিষের মাংস দিয়া।

আমার যে মহিষের মাংস লাগবেই। " এবার কসাই পড়লো মহা ধান্দায় কি বলবে। অবশেষে সে বলেই দিলো ," ভাই এই যে রানডা দেখতাছেন এডা শুধু গরুর আর এই বাজারে যা দেখছেন সব মহিষ,আপনি যেখান থেকে খুশি মহিষের মাংস নিতে পারেন"। লোকটা এবার কসাইকে বলল," হুম ! তুমি আমারে এই গরুর রান থেকে ২ কেজি গোস্ত দাও। আমি মহিষের মাংস পরে কিনমু"।

কসাইবেটা কিছু না বুঝার ভান করে মাংস দিলো আর মিজানও চুপ চাপ চলে এলো। ভাবতাছি এখন থেকে এই ফর্মুলা এপ্লাই করে মাংস কিনবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।