আমাদের কথা খুঁজে নিন

   

আপনি বাঙালী...আমি সিলেটি...

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

বড় মুসীবতে আছি। এদেরকে কে বুঝাবে যে আমি যেমন বাঙালী, তারাও তেমন বাঙালী। কিছুদিন আগে আমার এক ছাত্র আমাকে বলল "ব্রাদার, ইউ আর বেংগলী এণ্ড আই এম সিলেটি, রাইট?" আমি বললাম, "কে বলেছে তোমাকে এ কথা? আমি যেমন বাঙালী, তুমিও তেমন বাঙালী। " তার কথা হল, " না আমি সিলেটি ভাষায় কথা বলি আর আপনি ঢাকাইয়া ভাষায় কথা বলেন।

" আমি বললাম, "পাগল নাকি? তুমি যেমন সিলেটি ভাষায় কথা বল, তেমনি আমিও আমার অঞ্চলের ভাষায় কথা বলি। আর তা হল চাটগামী ভাষা। " আর যখন দেশের দু'অঞ্চলের লোকেরা একসাথে কথা বলে তখন তারা শুদ্ধ বাংলায় কথা বলে, যদি তারা শিক্ষিত হয়। ওটা ঢাকাইয়া ভাষা না। ঢাকাইয়া ভাষায় শুধু ঢাকার লোকেরা কথা বলে।

" যাই হোক ছেলেটা বুঝেছে ব্যাপারটা এবং এরপর সে নিজেকে গর্বের সাথেই বাঙালী বলে পরিচয় দিত। কিন্তু ওর মত মানসিকতার মানুষের সাথে প্রায়ই দেখা হয় এখানে। বয়স হয়েছে তাদের, অথচ এ ছোট্ট ব্যাপারটা বুঝেনা যে বাংলাদেশের সব অঞ্চলের আঞ্চলিক ভাষাতেই অনেক পার্থক্য আছে। যেটা বইয়ের ভাষা ওটা ঢাকার ভাষা না। এটা না বুঝে তারা তাদের ছেলেমেয়েদেরকে অন্যান্য বাংলাদেশী ছেলেমেয়েদের থেকে আলাদা একটা পরিচয়ে বড় করতে চাচ্ছে এখানে।

এদের এ সাধারণ জ্ঞানটা হবে আশা করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.