আমাদের কথা খুঁজে নিন

   

তীরহারা মাঝি পথ চেয়ে বসে



তীরহারা মাঝি পথ চেয়ে বসে ১লা জানুয়ারী ২০০৭ পাপের সাগরে তীরহারা মাঝি এখনো মেলেনি চোখ, পাপের সংগা ভাংতে ভাংতে উপরে ফেলেছে বোধ। কোথা হতে শুরু, কোথায় শেষ, কে আছে বোঝাবে তারে, বোধ করি তার, তীরে ফেরা আর হবে না এ সং-সারে! পূর্নচন্দ্রার পূত আলোকের দাম্ভিক পবিত্রতা, শ্যেন হয়ে বেঁধে বুকের পাঁজরে না শামিলের আকুলতা। একঘরে আজ অচ্ছুত মাঝি বাইছে বৈঠা হায়, নিজেরেই আজ ফেলেছে লুটায়ে- বসি বাতায়নে নিরুপায়। কে আছে, কে আছে তুলে পল্লবী, উঠে দূর হতে ভীরু পায়, কাছে এসে তার আঁচল ছড়ায়ে ঢেকে দেবে সব কায়। আত্নার মাঝে আত্নীয় হয়ে শুষে নেবে যত পাপ, নতুন করে বুনবে সেখানে সবুজের পত্রালাপ। দেখো দেখো কেউ এল নাকি ঐ তৃষিত মেঠো পথে হায়, সিঁদুর ঝড়ানো বেলা যে সাঁঝের পাতাল বয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।