আমাদের কথা খুঁজে নিন

   

চেইন্জ, ইয়েস উই ক্যান



শিরোনামের শ্লোগানটা ওবামা নির্বাচনী শ্লোগান। প্রথম এই কথা শোনার পরই আমি একটু নড়েচড়ে বসেছিলাম। হুমমমম.. পরিবর্তনের কথা শুনতে ভালো লাগে সবসময়ই। কিন্তু বলা যত সহজ কাজটা করা ততই কঠিন। আর রাজনীতিবিদদের কথার উপরে কোন ভরসা রাখা যায়না ? তাই সন্দেহ নিয়ে দেখতে থাকলাম আমেরিকানদের নির্বাচন।

কিন্তু মানুষ বিশেষ করে তরুন আর যুবকরা দেখছি খুবই উৎসাহ নিয়ে পরিবর্তেন পক্ষে দাড়িয়েছে। মানুষ এমনিতে ছিলো চরম বিরক্ত বুশে প্রসাশনের উপর। তারা মনে করছিলো আমেরিকা ভুল পথে চলছে। সুতরাং এমন সময় "চেইন্জ,ইয়েস উই ক্যান" কে নির্বাচনী শ্লোগান হিসাবে নেয়া ছিলো রাজনীতিবিদ হিসাবে ওবামার দুরদর্শীতা। কিন্তু "চেইন্জ,ইয়েস উই ক্যান" কথাটা যে এতটাই অর্থবহ তা কি ওবামা নিজেও বুঝেছিলো? কারন সবাই লুফে নিলো এই কথাটিকে,নিজেদের মত অনুবাদ করে নিলো "চেইন্জ,ইয়েস উই ক্যান" বাক্যটিকে।

আর এখন এটা ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী। "চেইন্জ,ইয়েস উই ক্যান" শ্লোগান শুনে আমেরিকানরা নিজেদের অর্থনীতির ধ্বস থেকে পরিবর্তনের কথা ভাবলো। আফ্রিকান-আমেরিকান যাদের এদেশে আছে এক সুদীর্ঘ শোষিত হওয়ার ইতিহাস , নতুন ইতিহাস রচনার স্বপ্ন দেখলো। বিশ্বব্যাপী মুসলিমরা আশা করলো যে "চেইন্জ,ইয়েস উই ক্যান" দিয়ে ওবামা আমেরিকার যুগ ব্যাপী এন্টি মুসলিম পলিসি পরিবর্তন করবে। সারা বিশ্ব তাকিয়ে থাকলো আগ্রহ নিয়ে যে আমেরিকা কখন বুশের কাউবয় মার্কা নেতৃত্ব থেকে মুক্ত হবে।

তারপর আমরা দেখলাম যে আসলেই ওবামা ইতিহাস তৈরী করলো শেতাঙ্গদের দেশে কৃষ্ণাঙ্গ সর্বাধিনায়ক হয়ে। হ্যাটস অফ টু "চেইন্জ,ইয়েস উই ক্যান"। পরিবর্তন তাহলে আসলেই সম্ভব!!নতুন শতাব্দীর শুরুতে দাড়িয়ে এই "চেইন্জ,ইয়েস উই ক্যান" আমাদের নতুন ধরনের পৃথিবীর স্বপ্ন দেখায়। গত শতাব্দীতেও আমরা দেখেছি বর্নবাদী দক্ষিন আফ্রিকা, শুনেছি আমেরিকান কালোদের দু:খ কষ্ট আর মার্টিন লুথার কিং এর সংগ্রাম ও আত্নত্যাগ। আর এই শতাব্দীর শুরুতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে শক্তিমান ব্যাক্তি একজন কালো!! বাহ "চেইন্জ,ইয়েস উই ক্যান" এর কি মহাত্ন্য!! এখন কথা হল, আমাদের দেশে কি চেইন্জ দরকার নাই? আমাদের দেশে তরুন সমাজ কখন সক্রিয় হবে অর্থবহ পরিবর্তনে পক্ষে?কখন সত্যিকার পরিবর্তন এর প্রত্যাশী নেতৃত্ব আসবে? আমাদের দেশের মানুষ কবে সচেতন হবে নিজেদের আধিকারের পক্ষে? কখন আমরা বুঝতে শিখবো কোনটা ইস্যু আর কোনটা ননইস্যু।

পরিবর্তনের নামে আমরা তো দুই বছর জোকারী করতে দেখলাম কিছু নপুংসকদের। এখন দেখছি আমাদের দেশের উল্টো যাত্রা। দেখছি সাম্প্রদায়িক অন্ধকারে ফিরে যাবার চেষ্টা। জাতীয় চেতনার অবক্ষয়। যুব সমাজের আত্নবিধ্বংস্বী নেশার ছোবল।

এমনকি ব্লগেও দেখি কিছু শিক্ষিত মানুষের ভয়াবহ বিভ্রান্তি। এমন এক চরম হতাশা জনক পরিস্থিতির মাঝে তবুও ঘুরে দড়িয়ে প্রচন্ড আত্নবিশ্বাস নিয়ে, জ্বলজ্বলে চোখে, অন্তরের গভীর থেকে সমস্বরে আমরাও কি বলতে পারিনা "চেইন্জ,ইয়েস উই ক্যান"?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।