আমাদের কথা খুঁজে নিন

   

বাঊল মূর্তি

আলগা করোগো খোপার বাধন দিল ওহি মেরা ফাস গেয়ি, বিনোদ বেনির জরিন ফিতায় আন্ধা ইসক্ মেরা কাস গেয়ি।

বাংলাদেশ আমার দেশ, এখানে আছে সুর, সেই সুরে গায় মানুষ অতি সুমধুর। বাউল আমার দেশের গান সবাই তাই কয়, তাই বলে কি বাউলের সবাই প্রনাম লয়। ইসলাম আমার ধর্ম, আল্লাহ্ কে আমরা মানি, আল্লাহ'র দেখানো পথ কি তা আমরা জানি। আল্লহ এক মেনে করেছি ধর্ম গ্রহন, সবার উর্ধে তিনি আছেন, করিনি তো তারে বর্জন।

বাউলের মূর্তি সে অনেক ভালো কির্তি, কয় সংস্কৃতির কথা, তাই বলে এর নাম এ ইসলামের অসম্মান, সে আবার কেমন কথা! কানো করছেন ঝগড়া, ভাইয়েরা ভাইয়েরা, তা আমি বুঝিনি, আমি তো কখনো কোনো মূর্তির সামনে, নিজেকে ঝুকাইনি। যদি থাকে বিশ্বাস, উনি দিবেন আশ্বাস, এই আমার কামনা, তাই বলে সংস্কৃতির নামে ধর্মকে আনলে, আমি কাউকে ছাড়বো না। আমি কথা বলি ছন্দে, রাখতে চাই সবাই কে আনন্দে, জানিনা কেমন হয়? আশা আমার সবাই জানো ভাই ভাই হয়ে রয়। আল্লাহ্ থাকেন মনে আমার, করি তা কে সম্মান, জীবন থাকিতে করিতে দেবনা তারে অসম্মান। তিনি আছেন তিনি থাকবেন মোদের সবার মাঝে, তাই বলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, তা কি বাঙ্গালীর সাজে।

জানি না আমি কানো আপনারা করছেন, এতো বাজে মন্তব্য, অচেনা হলেও সবাই মোরা ভাই, এটাই মোদের গন্তব্য। ধর্মকে পূজি করে ওরা বাধায়, ভাইয়ে ভাইয়ে লড়াই, ওদের পক্ষে কথা বলা, আপনাদের কি শোভা পায়? কবি আমি, বলি ভাই ছন্দে ছন্দে কথা, লড়াই দেখলে হয় ভাই, এ বুকেও ব্যথা। লড়াই ছাড়ুন, হাত ধরুন, গান সাম্যের গান, ভাইয়ে ভাইয়ে মোরা এক হয়ে রবো, আজ হোক সবার এই শ্লোগাণ। তাজমহল দেখেছেন কিনা জানিনা, নাম শুনলেই মনে আসে শুধু ভালোবাসার বাসনা। সুন্দরের পূজারি ভাই সবাই তো হয়, তাই বলে সুন্দর কে অসুন্দর বলা, ইসলাম কি আপনাকে কয়? যা সুন্দর তা সুন্দর ই, থাকেনা তাতে পাপ, মানুষের মাঝেই থাকে মন্দ, থাকে অনুতাপ।

কবিতা আমার নেশা, জানি না কেমন হয়, তবুও বলি আমি, ইসলামের কথা হামদ্ আর নাত ই কিন্তু কয়। যদি করেন ঘৃণা সংস্কৃতিকে, করতে হবে ঘৃণা হামদ আর ণাত কে, কুরআনের বাণী সে তো মহান আল্লাহ্'র দান, কবিতা নয়, এতো বিশ্ববাসীর জন্য, চলার পথের গান। আল্লাহ বলেছেন ইবাদাত করো, করো আমায় সম্মান, তবুও ভাই ওরা করে শুধু ইসলামের অসম্মান। যদি করেন ঘৃণা করুন সব কিছুকে, তাই বলে ভাই কানো দোষ দেন, শুধু এক মূর্তিকে! ভাই আমি মূর্খ মানুষ, আপনাদের মতো বিদ্যা বুদ্ধি নাই, আমার কথায় লাভ হলে কোনো, Thanks-এর দরকার নাই। চাই আমি হতে সাম্যের কবি, দেখছি অনেক বাধা, ভাইয়ে ভাইয়ে এতো মারামারি দেখে, হই আমি শুধু হাদা।

সবাই থাকুন এক সাথে, দেন স্লোগাণ, ধর্মের নামে কোনো কিছুই জানো, আর না দিতে হয় বলীদান। দিয়ান মাহমুদ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.