আমাদের কথা খুঁজে নিন

   

রাতকমল পাখিটির নীড়ে দেখা হবে আবার

ডুবোজ্বর

০১০১০৭ ধাবমান মৃত্যুযানে রাতকমল পাখি বাসা বুনে পাখির চঞ্চুতে গমের খড় কম্পিতকরতোয়া গমরঙ অন্ধকার জ্বলে উঠে লেলিহান বাষ্পলতা করতলে শীতকাল উম পাতে অলসমুগ্ধতা পাহাড়ের গন্ধের পথ উজাড়দুয়ার খুলে আছে খড়ের পর্দা ক্রমশ কুয়াশা তোলে গতিষ্মান আমাকে ভাসিয়ে দিও উদ্গতরাতের সুর পরিব্যাপ্তশকটের মহাযজ্ঞবাঁশি বেজেছে গন্ধবতী কুয়াশার দেহে গান আছে ছায়াহাঁস এধারে মৃত্যুর বাতাস কাশবনে ঝড়তুলো উড়ে অদূরে গতিতে ছায়াতে বাদামিমিনার ধীর আমার ভিড়ে পদচিহ্ন লোপাট পৃথিবীর যাকিছু স্মৃতি ধরে আছি আহ্লাদে একাকার রাতকমল পাখিটির নীড়ে দেখা হবে আবার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.