আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষায় টোকন ঠাকুরের কবিতা



বর্ষায় টোকন ঠাকুরের কবিতা বিশিষ্ট এলাকা, একটি রেস্টুরেন্ট এই এলাকার দুবলোঘাসেরও খুব নামডাক সকালবেলার পাখিরা বলে, ভালো থাক ভাই ভালো থাক বোন, বন্ধু, তুই ভালো থাক ছেলেটি জানায় সুদূর টেবিলের ওপারের মেয়েটিকেÑ ‘মুখোমুখি বসে থাকলে রেস্টুরেন্টের মালিক পয়সা নেয় না...’ চোখ তাকিয়ে থাকে চোখের দিকে এই এলাকার বোকারা বোবা, প্রেম জানায় কবিতা লিখে এই এলাকার দুপুরগুলো কৈশোরক, স্বপ্নময়, হারানো ছবি বিকেলের বর্ণনা দেওয়া বাংলা ভাষায় এখনো অসম্ভব শুধু সন্ধে থেকে সারারাত প্রচণ্ড ভয়, দখল নিয়ে কখন কি হয়? কিন্তু কেউ ভালোবেসে যদি কারও হাত ধরে, তার জন্যে এই এলাকাই সর্বোচ্চ নিরাপদ, অন্ধকারও কিছু নয় ভূমি মন্ত্রণালয় এখনো জানে না, ডেভেলপাররাও না, লোকচুর আড়ালে অবস্থিত খনি-সমৃদ্ধ এলাকাটা আমার বুকের মধ্যে, ডুবন্ত দ্বীপ এখনো অনাবিস্কৃত... আর এখানে একটা রেস্টুরেন্ট আছেÑযার মালিক কোথাও কোনো খাজনা দেয় না এবং ভালোবেসে সারাদিন মুখোমুখি বসে থাকা ছেলেমেয়েদের কাছ থেকে কোনো পয়সাও নেয় না ২ জুলাই ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।