আমাদের কথা খুঁজে নিন

   

মাথা পুরা আউলাইয়া গেছে। কেউ বুঝলে বুঝায়া দেন

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত আমার এই পোস্টের ১৪ নং কমেন্টে, ফারিহা রহমান বলেছেন: জনাব আলতামাশ ও জনাব শুধু মুসলিম, আপনারা অন্য কারো(নিরপেক্ষ) ব্লগে আলোচনা করতে চান? চাইলে আমার ব্লগে করতে পারেন। তার কমেন্টে ব্র্যাকেটের ভিতর নিরপেক্ষ লেখা দেখে আমার মনে হয়েছে তিনি নিজেকে নিরপেক্ষ মনে করেন। তার কমেন্টের উত্তরে আমি লেখি, আপনি কিভাবে নিজেকে নিরপেক্ষ দাবি করেন বুঝলাম না এবং কেন তার কারণও উল্লেখ করেছি। এই উত্তর পড়ে ব্লগার শুধু মুসলিম@ লিখেছেন ফারিহা রহমান নাকি নিজেকে নিরপেক্ষ দাবি করেন নি এবং আমি নাকি তার উপর মিথ্যারোপ করছি। তার কমেন্ট পইড়া আমার মাথা পুরা আউলায়া গেছে। ফারিহার@ কমেন্ট পড়ে আপনাদের কি মনে হয়? সে কি নিরপেক্ষ দাবি করছে? কেউ বুঝলে বুঝায়া দেন। --------------------------------------------------- তোমার খেতে মনে চায়? চাইলে ডালিম খেতে পার। ডালিম ফলকে কি খাবার বলে দাবি করা যাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.