আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেল ভর্তি প্রশ্ন; আবারও ফাঁস??!!

মানুষ তো না... আমি জানোয়ার... মানুষ যেদিন হব ফিরে আসব সেইদিন...

আগামী ৭ নভেম্বর সারা দেশের ১৫টি সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মেডিকেল কলেজ থেকে ভর্তি পরীক্ষার আবেদন ফরম তুলেছে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী। অথচ এবার আবারও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হবার কথা শোনা যাচ্ছে। সর্বনিম্ন ২লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০-১৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে এসব প্রশ্ন! এই ঘটনার সত্যতা কতটুকু তা জানা না গেলেও এর আগের কয়েক বছরের ঘটনায় স্বাস্হ্য অধিদপ্তর, মেডিকেল পরীক্ষার প্রশ্নকারী এবং সংশ্লিষ্ট সকলের সততা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। একই সাথে সৎ ও মেধাবী শিক্ষার্থীরা আছে আতংকের মধ্যে। পাবলিক পরীক্ষায় নাম্বারের বন্যা বইয়ে দেওয়ায় এই ভর্তি পরীক্ষাগুলোই এতদিন একজন শিক্ষার্থীর পরিশ্রমের অর্জন বলে গন্য হত। কদিন পর এই পরীক্ষাও পাবলিক পরীক্ষাগুলোর মত হবে কি না তা নিয়ে সবাই চিন্তিত হয়ে উঠেছেন। আর এর সাথে সাথে আমাদের শিক্ষার্থীদের শ্রেষ্ঠতম সুযোগগুলো চলে যাচ্ছে শুধুই ধণীদের হাতে।যারা প্রশ্নপত্র এভাবে বিক্রি করছেন, তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছে করে যে...... "আচ্ছা, আপনাদের কি মনে হয়..... দেশের শ্রেষ্ঠতম শিক্ষার্থী কিংবা ৩৩ হাজার স্টুডেন্টের জীবনের দাম মাত্র ২লাখ টাকা!!??"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.