আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কোন সিদেল চোর কিংবা ছিচকে পকেটমারের বিচার চাইনি!মহামান্য আদালত ও মহাজোট সরকার।

। অনেস্টি ইজ দ্যা বেস্ট পলেসি। ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ আজ কাদছে। চারিদিকে শুধুই হাহাকার। এই কান্না ৩০ লক্ষ শহীদের,এই কান্না দুই লক্ষের অধিক সম্ভ্রম হারানো মা/বোনের কান্না।

" আমি চিৎকার করিয়া কাদিতে চাহিয়া, করিতে পারিনা চিৎকার" অবরুদ্ধ বাংলাদেশে যে নরকীয় হত্যাকান্ড,ধর্ষণ,লুন্ঠন,পরিকল্পিত অগ্নিকান্ড ও জোড় করে দেশ ত্যাগে বাধ্য করা হোয়েছিলো। আমরা তার বিচার চেয়েছিলাম। আমরা হিংস্র হায়েনা,নরপিশাচদের বিচার চেয়েছিলাম। আমরা কোন গ্রামের সিদেল চোরের বিচার চাইনি। গুলিস্তান,ফার্মগেটের ছিচকে পকেটমারের বিচার চাইনি।

আমরা শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসের নজির বিহিন হত্যাকান্ডের বিচার চেয়েছি। আমরা কোন গ্রাম্য মাতব্বরের কাছে অথবা সিটি কর্পরেশনের কমিশনারের করা বিচার চাইনি। বিশেষ আদালতের বিশেষ বিচার। ৪২বছর অপেক্ষা করেছি কি ১৫ বছর যাবত জিবনের জন্য?তাহোলে আরো ৪২ বছর অপেক্ষা করে নিশ্বর্ত মুক্তি দিয়ে দিন। প্রকৃতিক দুর্যোগে মানুষ ,সাপ,হিংস্র পশু একই ডালে আশ্রয় নিলেও কেউ কাউকে আক্রমন করেনা।

আর এই কুৎসিত কদাকার ভয়ংকর জানোরগুলো। বিপদ সংকুল অবরুদ্ধ বাংলাদেশের অসহায় মানুষগুলোর অসহায়ত্বের সুযোগ গ্রহণ করে,এমন কোন অপরাধ নেই যা তারা করে নাই। একবার, শুধু একবার ৭১-এর মত বজ্র হুংকারে ডাক দিন। দেখুন ঐ পিশাচদের কুটি কুটি করে ছিড়ে ফেলবে বাংলার নিপীড়িত জনতা। এত বিশাল শক্তি আপনাদের পেছনে থাকার পরও কেনো দেখতে হবে বিচারের নামে প্রহসন।

৭১-এর ভয়াবহতা উপলব্দী করার কোন অনুভূতিই কি আপনাদের নেই। ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত নরক বানিয়ে রেখেছিলো এই বাংলাকে। আপনারা বিচার করছেন তাদের। ওদের আকৃতি মানুষের মত হোলেও প্রকৃতিতে জানোয়ার। এই অদ্ভুত ভয়ংকর হিংস্র জানোয়ার-গুলোকে প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় আমার মত অসংখ্য নগণ্য সাধারণ মানুষকে।

আমাদের জন্য নেই কোন সুশিক্ষিত প্রশিক্ষন প্রাপ্ত কোন বাহিনি। আমাদের জন্য নেই সু-উচ্চ নিরাপদ কোন অট্টালিকা। আমাদের জন্য নেই কোন নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। এই হিংস্র জন্তু-গুলোকে প্রতিনিয়ত মোকাবেলা করে বেচে থাকতে হয় আমাদের দেশে অথবা প্রবাসে। কিছু মানুষকে কিছু সময়ের জন্য অথবা অনেকটা সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যা্য।

কিন্তু সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানানো যায় না। জনতা জেগে উঠলে এদল/ওদল কোন দল করেই রক্ষা পাবেন না। তাই সময় থাকতে জনতার কাতারে এসে জনতার হ্রদস্পন্দন বোঝার চেস্টা করুন। অনুভব করুন জনতা কি চায়। তাদের কথা শুনুন এবং বলুন।

ধন্যবাদ"। " জয় বাংলা" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।