আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহর দোহাই এই বাচ্চাটাকে আমাদের বাঁচাতে হবে

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

এই দুধের বাচ্চাটার নাম জনি। আজ কয়দিন ধরে নিউমনিয়ায় আক্রান্ত, অনাহারে আছে। ওর কথা বলেছেন ভাস্কর চৌধুরী ওর জন্য লিখেছেন মানবী । বন্ধুরা আল্লাহর কসম এই বাচ্চাটাকে আমাদের বাঁচাতে হবে, নইলে আমরা মানুষের খাতা থেকে খারিজ হয়ে যাবো।

এ মুহূর্তে এই দুধের বাচ্চাটার দরকার একটু সু চিকিৎসা। এটা কোন ব্যাপারই হবার কথা না। আপনারা কেউ নিশ্চই কোথাও না কোথাও কাউকে না কাউকে চিনেন একটু ক্ষমতাবান একটু হৃদয়বান। দয়াকরে একটু খোজ লাগান। এখন এ মুহূর্তটা কোন চান্দা তোলার সময় নাই, বাচ্চাটার বাঁচার জন্য অল্প একটু চিকিৎসা প্রয়োজন।

আমি জানি বিজ্ঞাপনের জন্য হউক বা না হউক কোন না কোন ক্ষমতাবান কোথাও না কোথাও আছেনই আছেন। খবর পৌছুলে তিনি বা তার প্রতিষ্ঠান এ মানবিক কাজে এগিয়ে আসবেনই আসবেন। আসুন। ক্ষতি নাই, আমরা আপনার প্রতিষ্ঠানের কাছে চির দিন রিনি থাকবো। দয়া করে দয়া করে কোন হাসপাতাল এই বাচ্চাটাকে একটু চিকিৎসা করে দিন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.